ভারতীয় সার্বভৌমত্তে বাংলাদেশের তীব্র আঘাত।ভারতের সার্বভৌমত্তকে বাংলাদেশ নড়বড়ে করে দিয়েছে। প্রশ্নবিদ্ধ করে দিয়েছে অখণ্ড ভারতকে। সাড়া ভারতে নিন্দাবাদ চলছে।
কিছু দিন আগে বিজয় কুমার সিংহ বাংলাদেশ সেনা বাহিনী করতিক পাসিং আউট প্যারেড এ সালাম গ্রহন করলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। বিরোধী রাজনৈতিক দল বিম্পি ও ছাগলের দল জামাত ও একশ্রেনির পেইড সুশিল বাচাল দেশ গেলো দেশ গেলো বলে ধুয়া তুলে কিছুদিন মাঠ গরম করতে গিয়ে নিজেরা গরম হয়ে পড়েন। ব্লগেও এরক বহু পোস্ট দিয়েছে কিছু পেইড ও আণপেইড ব্লগাররা নিজেরা গরম হলেন।সময় পাড় হলে নেতিয়ে পড়েন তারা।
কি আজব কথা বাংলাদেশের সেনা প্রধান ভারতীয় সেনাবাহিনি করতিক পাসিং আউট প্যারেড এ সালাম নিলেন। এতে ভারতের জনগণ আমাদের দেশের বেকুব গুলার ভাষ্যমতে নিজ দেশকে বাংলাদেশের কাছে সেদেশের সার্বভৌমত্তের পরাজয় হিসেবে দেখছেন।
আজ আমিও নিশ্চিন্ত হলাম পাসিং আউট প্যারেডে ভিন্দেশি কাউকে সালাম প্রদান করলে দেশ সার্বভৌমত্ত হারায়। এই কথা বলেছেন খালেদা, ফরখুল, মাথা খাওয়া আনোয়ার, খনদকার মশারফ আর কিছু আবাল ব্লগার।
শান্তি পাইলাম আমরা ভারতের অখন্ডতায় আঘাত হান্তে পেরে। উই আর প্রাঊড অফ সাম বেক্কলামি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




