কয়দিন আগে কোন এক ব্লগার বলেছিলো যে ওয়াজের মাইকের আওয়াজে সাধারণ মানুষ সহ রোগীদের ব্যাপক কস্ট হচ্ছিল। আমি লিখিছিলাম কাউকে কস্ট দেয়া কোন ধর্মে সাপোর্ট করেনা। যাই হোক আজকের এই লিখা লিখছি এই কারনে যে, আজ আমার শরীর কিছুটা খারাপ আমি ১১.৩০ এর দিকে গুমিয়ে পরি। কিন্তু ১২.১৫ এর দিকে আমাকে বিছানা ছাড়তে হয়। কেনো যানেন, আমাদের বাসার অদূরে এক বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের পোগ্রাম হচ্ছে, সেখানে বিকট শব্দের, অনেকটা বোমার আওয়াজের মতো ড্রাম বাজানো হচ্ছে। আর মাঝে মাঝে কোন এক অগ্ঙাত নারী শিল্পীর বেসুরা আওয়াজ আসছে,। কি যে বিশ্রি আওয়াজ ভাষায় বুঝাতে পারবোনা। সবছেয়ে আতংকের ব্যাপার হলো এটা নাকি ফজরের আজান দেয়া পযন্ত চলবে। তাহলে ঘুম?
আমার এই লিখায় ১/১১ এর সরকার কে টেনেছি এই কারনে যে ঐ সময় এ বাজে কালচারটা একেবারে বন্ধ হয়ে গিয়েছিলো, কিন্তু বতমানে এটা আবারও ভয়ানক হারে বেড়ে গেছে।
এটা কি ধরনের কালচার কে জানে? বিয়ে একটা বড়সড় ইবাদত, আর আমরা এই বিয়ের জীবন শুরু করছি কতগুলো মানুষের ঘুম নষ্ট করে আর অনেক মানুষের বদ দোআর মাধ্যমে।
সবাইকে এই ব্যাপারে সচেতন এবং সরকারকে এগুলা বন্ধের আহবান জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




