স্পট- বি এল কলেজ খুলনা।
স্পট-ঢাকা কলেজ
১।ঢাকা, ১৫ জানুয়ারি (আরটিএনএন ডটনেট)-- অনার্স ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের ঘটনায় খুলনা বিএল কলেজ এবং মেহেরপুর সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় সংগঠনের কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বেলা ১২টায় ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর অনার্স প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ ও ছাত্র শিবির। তাদের মধ্যে ঘণ্টাব্যাপী কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় উভয় দলের কর্মীরাই রড, হকিস্টিক ও রাম দাসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষের এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা করা হয়। তাদের ক্যামেরা ভেঙে ফেলে উত্তেজিতরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
সূত্র- Real-time News Network
২।ঢাকা কলেজের সাতটি হোস্টেলে তল্লাশি চালিয়ে বিপুলসংখ্যক ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে এ অভিযান চালানো হয়। এতে অংশ নেয় দেড়শতাধিক পুলিশ। সূত্র জানায়, অভিযানকালে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ থেকে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এসময় ছাত্রলীগের ৬/৭ নেতাকর্মীকে পুলিশ আটক করলেও পরে ছেড়ে দেয়া হয়েছে।
এ ব্যাপারে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, বুধবার রাতে ঢাকা কলেজের ৭টি হোস্টেলে একযোগে তল্লাশি চালানো হয়। রাত ১২ থেকে ৩টা পর্যন্ত এ অভিযান চলে। এসময় নর্থ হলের বাথরুম থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়।
এছাড়া নর্থ হল, সাউথ হল, সাউদার্ন হল, ইলিয়াছ হল, মাস্টার্স হল ও ইন্টারন্যাশনাল হলের বিভিন্ন কক্ষ থেকে ১৩টি রামদা, ৫২টি জিআই পাইপ, ৩টি হকিস্টিকসহ বিপুলসংখ্যক চাপাতি ও লাঠিসোটা উদ্ধার করা হয়। এসব কক্ষ থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। এরা সবাই কলেজের ছাত্র হওয়ায় জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে।
সূত্র-আমারদেশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




