আমি আগে ওয়ার্ডপ্রেস ডট কম ব্লগেই ব্লগিং করতাম । এটা আমার প্রথম ওয়ার্ডপ্রেস ডট অর্গ ব্লগ । আমি আগে ওয়ার্ডপ্রেস সম্পর্কে তেমন কিছুই জানতাম না আগে । তবে এখন সব শিখে গেছি । আশা করি আপনাদের ও ভাল লাগবে । আমি আজ ওয়ার্ডপ্রেস সম্পর্কে বলব ।
ওয়ার্ডপ্রেস ডট অর্গ কি ?
এটা একটি ব্লগিং প্লাটফর্ম ।
আপনি এটা দিয়ে একটা সুন্দর ব্লগ তৈরি করতে পারবেন ।
আপনি এটাতে অ্যাড দিতে পারবেন ।
এটা আপনার হোস্টিং সার্ভারে ইনস্টল করে তারপর ব্যবহার করতে হয় ।
এটা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
আপনি যদি সিপ্যানেল হোস্টিং করেন , তাহলে এটা ইন্সটল করা আরো সোজা ।
কি কি প্রয়োজন হবে ?
আপনার হোস্টিং সার্ভারে wordpress-9-2-2.zip অথবা অন্য ভার্সনের একটা সফটওয়্যারের .zip ফাইল টি আপলোড করুন ।
unzip করার যে অপশন আছে , সেটা ইউজ করে এটা আনজিপ করুন ।
একটা ডেটাবেজ তৈরি করুন ।
নাম দিন wpblog .
আর এর ইউজার নেম দিন wpblog .
এরার আপনার MISQL ডেটাবেজ পাসওয়ার্ড টা জেনে নিন ।
প্রথম পর্বের কাজ শেষ ।
দ্বিতীয় পর্বে থাকছে কিভাবে ইনস্টল করবেন ।
এখানে আগে প্রকাশিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




