আমি ওয়ার্ড প্রেস নিয়ে আগে একটি পোস্ট করেছি । সেটা দেখুন উপরের লিংক টিতে ক্লিক করে । আমি এই পোস্টটিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল নিয়ে লিখছি । আমি আগের টিউনে wpblog ইউজার নেম ও ডেটাবেজ নেম একই দিতে বলেছিলাম । আপনার দুইটাই নিজের ইচ্ছা মত দিতে পারেন । একটা কথা খুব গুরুত্বপূর্ণ যে আপনাকে মাইস্কুল পাসওয়ার্ডটা ঠিক জানতে হবে । ইনস্টল করবেন কি ভাবে ? আমি আগে বলেছি আপনার wordpress.zip ফাইল টি আনজিপ করতে হবে । তারপর আপনি দেখতে পারবেন সেখানে wordpress নামে একটা ফোল্ডার তৈরি হবে । এখন আপনার সাইটের url যদি http://bdaction.co.cc হয় তবে আপনি bdaction.co.cc/wordpress/ এ প্রবেশ করুন । ( এটা একটা উদাহরন ) । এবার একটা পেজ আসবে । সেখানে create a configuration file অথবা এরকম একটা ইউআরএল দেখতে পারবেন । সেটাতে ক্লিক করুন । এরপর আপনি যে পেজে আসবেন তার নিচের দিকে দেখুন LET'S GO নামে একটা লিংক আছে । ওটাতে ক্লিক করুন । এবার প্রথমে ডেটাবেজ নেম দিন । তারপর ডেটাবেজ ইউজারনেম দিন । তারপর MYSQL পাসওয়ার্ড দিন । এর পরে হোস্ট নেম । 99% হোস্ট সার্ভারই localhost হয়ে থাকে । এবার টেবিল নেম দিন । ওটা পরিবর্তন না করলেও চলে । এবার create এ ক্লিক করুন । এবার একটা পেজ আসবে । সেখানে প্রয়োজন মত ক্লিক করে NEXT পেজে যান । এখানে আপনি ব্লগের টাইটেল ও ইমেইল দিন । তারপর Next পেজে গেলে পাসওয়ার্ড পেয়ে যাবেন । আর ইউজারনেম admin . আশা করি সকলেই বুঝতে পেরেছেন । সবাই কে ধন্যবাদ । আর কোন সমস্যা হলে কমেন্ট করুন ।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




