হ্যালো এভরিওয়ান! আমি ডাউনলোড পাগলা। মানুষ মাকড়সার কামড় খেলে হয় স্পাইডারম্যান আর আমি কোন রকমের কামড় খাওয়া ছাড়াই ডাউনলোডম্যান হয়ে বসে আছি
কেন ডাউনলোড পাগলারা দেশপ্রেমিক?: সাবমেরিন ক্যবলের মাধ্যমে পাওয়া ৪৪ জিবিস ব্যন্ডউইথের মাত্র ১৫জিবিস ব্যবহার করছি আমরা, বাকি ২৯জিবিস অলস পড়ে থাকছে। সামনের বছরের জুনের মধ্যেই যুক্ত হবে আরও ৯৬ জিবিস ব্যন্ডউইথ। এখন ঐ ১৪০জিবিস ফেলে রাখবেন নাকি কাজে লাগাবেন? ডাউনলোড পাগলারা দেশকে ভালোবাসে। তাই দেশের এই বিরাট অব্যবহৃত সম্পদ কাজে লাগাতে চায়
আর এদের মধ্যে যাদের দেশপ্রেমের মাত্রা কিঞ্চিৎ বেশী তারা এই প্রেম অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চায়। অর্থাৎ ডাউনলোড লিঙ্ক শেয়ারিং = দেশপ্রেম শেয়ারিং (প্রমানিত)
জয়তু ডাউনলোড, জয়তু ডাউনলোড পাগলারা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


