বিশ্বজুড়ে অশান্তির ঢেউ
আছে কি কোথাও কেউ
করিতে শোধন
পথভ্রষ্ট মানুষের মন ?..
অর্থ শক্তি ক্ষমতার লোভ
জমে থাকা যুক্তিহীন ক্ষোভ
বিবেক বুদ্ধি যত করে ফেলে গ্রাস
সৃষ্টি করে অন্যায় সন্ত্রাস।
লোভের সীমানাটুকু সঙ্কুচিত হলে
অনেক অশান্তির মেঘ দূরে যেত চলে।
বন্ধু তুমি দীপ জ্বেলে যাও
তোমার মনের আলো যতনে ছড়াও।
অন্যের তুলনা না তুলে
সবলে সকল লোভ লালসার মূলে
কুঠারাঘাত কর,
তোমার অসীম শক্তি অন্তরেতে ধর।
জেগে জেগে আর না ঘুমিয়ে
ব্যক্তি স্বার্থ ত্যাগ করো ইচ্ছা শক্তি দিয়ে।
কাজ করে মানুষের মন,
তোমার সকল ইচ্ছা করিতে পূরণ
দেহ শুধু তোমারই বাহন।
জাগো মানুষ জাগো
বিশ্ব মানবতা আজ বড় অসহায়
পথ চেয়ে আছে শুধু তোমার অপেক্ষায়।
শ্যামল চন্দ্র দাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




