একজন মতলববাজ সেদিন আসিয়া
রাজনীতিবিদের পাশে বসিল ঘেষিয়া।
গলা খাটো করে বলে, "কেমন আছেন ভাই ?
ভালবেসে আপনারে কিছু দিতে চাই।
এনেছি আপনার তরে নতুন একটি গাড়ী
খুবই মানাবে সেটা আপনারে ভারী।
শুধু আমার প্রস্তাবটা মেনে নিতে হবে,
কেহ কিছু জানিবে না, চলিবে নীরবে।"
রাজনীতিবিদ বলে, "এ কি কথা শুনি !
আমাকে ঘুষের প্রস্তাব ? বেরোও এক্ষুনি !"
মতলববাজ বলে তখন, জোড় হাত করি,
"তবে স্যার, গাড়ীখানা বেচে যেতে পারি।
শুধুমাত্র বিশ টাকা আপনার তরে
আমাকে রক্ষা করুন এটা ক্রয় করে।"
রাজনীতিবিদ তখন মৃদু হেসে বলে,
"এক্ষনে তোমার প্রস্তাব ভেবে দেখা চলে।
আমার দরকার জেনো দুইখানা গাড়ী
পেলে দুইখানা গাড়ী কিনে নিতে পারি।
তোমার কাজটা আমি ঠিকই করে দেবো
ঘুষ নিয়ে করবো কাজ, এটা কেন ভাবো ?"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




