সবাইকে ১১-১১-১১ এর শুভেচ্ছা, আশা করি সবাই সুস্থ আছেন।একজন মানুষ সুস্থ থাকলে আমরা মনে করে থাকি যে তিনি জীবাণু মুক্ত।কিন্তু আসলেই কি তাই?আমাদের সকলের দেহের(সুস্থ/অসুস্থ) বিভিন্ন অংশে অসংখ্য অণুজীব বাস করে।একজন সুস্থ মানুষের দেহে সেগুলো কোন রোগ সৃষ্টি না করেই বসবাস করে।এরা সাধারণত ব্যাক্টেরিয়া এবং শৈবাল।এদেরকে নরম্যাল ফ্লোরা অফ হিউম্যান বডি বলা হয়।মানুষের দেহের ইম্যুনো সিস্টেম(রোগ প্রতিরোধ ক্ষমতা) যখন দুর্বল হয়ে পড়ে কিংবা অন্য কোন উপযুক্ত পরিবেশ পেলেই এরা মানুষের দেহের রোগ সৃষ্টি করতে পারে।তাহলে আসুন এখন জেনে নেওয়া যাক আমাদের দেহের কোথায় কি কি ব্যাক্টেরিয়া বসবাস করে-
Skin- Propionibacterium acnes, Staphylococcus epidermidis, Staphylococcus aureus.
Eyes- S.epidermidis, S. aureus, diptheroids.
Nose & Throat- S.aureus, S.epidermidis, Streptococcus pneumoniae, Neisseria.
Mouth- Streptococcus, Lactobacillus, Treponema.
Large Intestine- Bacteroids, Lactobacillus, Shigella, Escherichia coli.
Urogenital System- Staphylococcus epidermis, Staphylococcus, Bacteroids, Enterococcus, Candida(শৈবাল)
পরিষ্কার-পরিচ্ছন্ন, নিয়মিত খাওয়া (প্রয়োজনমত) এবং নিয়মিত শরীর চর্চা করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকে। ফলে এসব নরম্যাল ফ্লোরা কোনরকম রোগ সৃষ্টি করতে পারে না।সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




