নতুন বিডারস, হতাশ হবেন না।
ওডেস্ক এ যারা নতুন বিড করতেছেন, কিন্তু কাজ পাচ্ছেন না, হতাশ হবেন না। কাজ একদিন পাবেন। বিডিং চালিয়ে যান আর আপনার প্রোফাইল স্ট্রং করুন বিভিন্ন টেস্ট দিয়ে। আপনি জব অ্যাপ্লিকেশন করার সময় স্যাম্পল দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করুন। স্যাম্পল না থাকলে নিজে বানিয়ে নিন। সুন্দর এবং অরিজিনাল স্যাম্পল হলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। যেমন আপনি যদি article writing category তে জব অ্যাপ্লিকেশন করেন, তাহলে নিজে যেকোন বিষয়ের উপর ১৫০,৩০০,৫০০ words এর কিছু "Grammatical Error-less, Unique and Meaningful articles" লিখুন। তারপর job application করার সময় sample attach করুন। আপনার sample আর application cover letter সুন্দর হলে buyer আপনাকে interview তে invite করবে বা আপনাকে সরাসরি job offer দিয়ে দিবে।
ওডেস্ক এ আমার প্রথম কাজ পাওয়ার অভিজ্ঞতা থেকে বলছি। আমি sample দিয়ে job এ apply করেছিলাম। ফলে প্রথম ১০ বিডের আগেই $200 এর কাজ পেয়েছি।
সকল নতুন ফ্রিল্যান্সার দের জন্য শুভ কামনা রইল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




