নূন্যতম গাণিতিক হিসাব
ধরি ১ টা পতাকার দাম নিম্নপক্ষে ১০০ টাকা, তাহলে একটা ছোট এলাকার ১০০ বাড়িতে ১০০ খানা পতাকার দাম=১০০*১০০=১০০০০, একটা ওয়ার্ড বা ইউনিয়নের ১০ টা এলাকা তে
১০০ খানা বাড়ির হিসেব করলে দাম=১০০০০*১০=১০০০০০ টাকা। বাংলাদেশের ৪,৪৯৮ টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের ১০ টা এলাকার ১০০ টা বাড়িতে উড়ানো পতাকার দাম=১০০০০০*৪৪৪৯৮=৪৪৪৯৮০০০০০ টাকা।
বাংলাদেশ প্রেক্ষিতে কিছু জরিপ
বর্তমানে বাংলাদেশের প্রায় সাড়ে তিন কোটি যুব শক্তি বেকার যার মধ্যে ২ কোটি ৪০ লক্ষ শিক্ষিত বেকার। আর বাংলাদেশে প্রতিবছর(সূত্রঃবিভিন্ন জরিপের ভিত্তিতে সংবাদ পত্রে প্রকাশিত প্রতিবেদন)
প্রাসঙ্গিক বিষয়ের মহাত্ন্য,তাৎপর্য ও বিশ্লেষণঃ
ইচ্ছামত মাপজোক আর নকশা নিয়ে আর নিজ দেশের পতাকার মর্যাদা জলাঞ্জলি দিয়ে (অনেকে বিষয়টি মেনে চলেন বট) অন্য দেশের পতাকা নিজের মাথার উপর উড়িয়ে এক মাসের জন্য একটা দেশের সমর্থন জানানোর গৌরব, কৃতিত্ব, মহাত্ন্য, তাৎপর্য, যথার্থতা, যৌক্তিক সমর্থন ............প্রশ্নাতীত।
আমার ভাবনা
রাস্তায় বের হয়ে যখন বাড়ির ছাদগুলোতে পতাকা উড়তে দেখি তখন চোখের সামনে ১০০ টাকা্র, ১০০০ টাকার (বড় পতাকার দাম) নোটগুলো পতপত করে উড়তেছে বলে মনে হয়।
১ টা ইউনিয়নের বা ওয়ার্ডের পতাকার টাকা যদি ১ক জন বেকার যুবককে দিয়ে খুবই ক্ষুদ্র উদ্যক্তা বানানো হয় তাহলে এক মাসের মধ্যে বাংলাদেশের ৪৪৯৮০ জন বেকার যুবক কর্মমুখী হবে, ৪৪৯৮০ টি পরিবার কর্মমুখী সন্তান পাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




