শুধু একটি ভালোবাসা চায়
শুধু একটিবার বলো আমায়
শুধু বুঝ দাও একটি ঈশারায়
শুধু কেন স্বপ্নে আসো নীরালায়?
বলো ভালোবাসি একটিবার আমায়
বলো নিঝুম রাতের চাদের জোঁছনায়
বলো আমি সুন্দর চাঁদের তুলনায়
বলোনা কেন আসতে মনের সীমানায় ?
কাঁদি আমি আজ হারিয়ে তোমায়
কাঁদি আমি কেন ভুলেছ আমায়
কাঁদি আমি সদা মোর স্বপ্ন ভাঙায়
কাঁদি কেন এই অব্যর্থ ভালোবাসায়?
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






