স্বপ্ন দেখবো বলে মোরা স্বপ্নে বাঁচি
স্বপ্নের আলোকে মোরা স্বপ্নে নাঁচি
জীবন স্বপ্নে মোরা স্বপ্ন সাজাই
স্বপ্নের বাসরেতে সানাই বাজাই
প্রেমের স্বপ্নতে দেখি নতুন স্বপন
স্বপ্নের সঙ্গীকে করি নিত্য মিলন
দু:খের স্বপ্ন যখন স্বপ্ন হারায়
আশার স্বপ্ন তখন শক্তি বাড়ায়
সুখের স্বপ্ন দেখে জীবন গড়ি
স্বপ্ন ভেঙ্গে মনে কষ্ট ভরি
নিত্য স্বপ্নে ভাসে স্বপ্নের নতুন মুখ
জীবন রাঙিয়ে গাঁখি স্বপ্নময়ী সুখ।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






