ভালোবাসতে হলে বয়স আমার কত হতে হবে? তোমার দক্ষিন হস্তখানা মেলে দাও..হাত ধরি, ঐতো শুরু হয়েছে অক্সিটোসিন ক্ষরণ! ভালোবাসার উদাম হাওয়াতো বইতে শুরু করছে! যতো কাছে আসো, যতো ভালোবাসো..শুধুই মনে আসে..আহা..হা.'এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলোতো?' ceteris paribus!!
তোমার শরীরের ছড়িয়ে পড়া গন্ধ, তো্মার একটুকু ছোঁয়া, একটু অকৃপণ প্রণোদনা..একের পর এক শট..এড্রালিন, ডোফামিন, ফেনিলেথাইলামিন..বুক ধড়ফড়.....ভারি নিশ্বাস...'ওগো সুন্দর তুমি এতো ভয়াবহ কি করে হও!!'...যতই ক্ষরণ....ততই হইবে হরন!
অতঃপর..'এন্ডোরফিন' এর নিঃসরন....একি প্রহেলিকা..একি দুর্বার আন্দোলন....'ওগো প্রিয় যে পথে তুমি হাটতে শেখালে নিজের অজান্তে....যে সুন্দর এর রচনা করলে এত সহজেই..যে ক্বল ক্বল শ্রোতধারা তুমি বইয়ে দিলে এই শরীরের শাখা প্রশাখায়, অবলীলায়- যেন ক্লান্ত শ্রান্ত পথিকের এ এক অবাক অবগাহন!!
'দিন যায় রাত আসে....সেতো ফিরে আসেনা...ও.ওওওও.....ও' ...ক্লোজ শট গুলো কমে যায়....ভালোবাসা নতুন ভাষায় কথা কয়.....আদিম অকৃত্রিম ভাষায়..........ক্যামিক্যাল রি-এ্যাকশানের জোর যায় কমে। তবুও বিধাতার দেয়া এই শরীর বাসা বাঁধে এক অনির্বচনীয় অনুরাগ! এক অচ্ছুত্ আলো ধ্বিকি ধ্বিকি জ্বলে নিরন্তর!!
নির্ঘন্ট:
তিমিস (তিনটা মিথ্যা এবং একটি সত্য)
' ceteris paribus'- অন্য সব অনুসন্গ ঠিক থাকলে এমনটাই ঘটবে!
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১০ দুপুর ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






