হঠাৎ করে নাসিরুদ্দিনের গাধাটাকে পাওয়া যাচ্ছিলনা! অনেক খোজা খুজি করে না পেয়ে তিনি পার্শ্ববর্তী গ্রামের এক জ্ঞানী ব্যক্তির কাছে গেলেন গাধার খোজ করতে!
জ্ঞানী ব্যক্তিটি নাসিরুদ্দিনের উপর যার পর নাই বিরক্ত ছিলেন সময় অসময়ে নানারকম উদ্ভতুড়ে প্রশ্নে! নাসিরুদ্দীনকে উদয় হতে দেখে তিনি টের পেলেন কিছু একটা ঝামেলা পাকানোর মতলব আছে বেটার। 'তা এখন কি কারণে এখানে আসা?' জ্ঞানী জিজ্ঞেস করলেন।
'মহাশয়, আমার গাধাটাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছেনা, তাই আপনার সাহায্য নিতে আসলাম!'
মহাবিরক্ত প্রাজ্ঞ তৎক্ষনাৎ বললেন 'তোমার গাধাটা মানুষে রূপান্তরিত হয়ে এখন একটা কোর্টের বিচারক হিসেবে কাজ করছে পাশের গ্রামে'।
যেই বলা, নাসিরুদ্দিন দৌড়ালেন পাশের গ্রামের আদালত ভবনে। দেখলেন বিচারক মহাশয় বাদি-বিবাদীর যুক্তি শুনছেন! নাসিরুদ্দীন কোর্টে ঢুকেই মুষ্টিবদ্ধ হাত তুলে চিৎকার করলেন 'এই নির্বোধ প্রানী জলদি ওখান থেকে নাম!' 'সকাল থেকে তোরে খুইজা পাইনা!'
হতভম্ব, অগ্নিমুর্ত বিচারক তখন বলেন 'তুমি যেই হও, তুমি কি জানো এমন কথা বলবার কারণে তোমার আদালত অবমাননার দায়ে কারাদন্ড হতে পারে!'
'আমি হলাম বিখ্যাত মোল্লা নাসিরুদ্দীন, আমার কাছে প্রমাণ আছে যে তুমিই হইলা আমার গাধা!'
'এ কেমন হাস্যকর কথা! কোন সু্স্থ্য মস্তিস্কের লোক এমন কথা বিশ্বাস করবেনা নিশ্চয়!' বিচারকের খেদোক্তি।
'হুমমমম..তোমার যা ইচ্ছা তুমি বলো। একটা গাধার কথা বিশ্বাস করবার চাইতে আমি বরং একজন জ্ঞানীর কথাই বিশ্বাস করি!' সটান নাসিরুদ্দিনের চোখে মুখে প্রবল আত্মবিশ্বাস ফুটে উঠে!
নাসিরুদ্দীন যদি আজ বেঁচে থাকতেন তার হারিয়ে যাওয়া গাধা কোথায় খুজতে যেতেন, সেইটা একটা অনিশ্চিত বিষয়। যেখানে রায় শোনানোর আগেই রায় ঠিক হয়ে যায় সেখানে, নাকি যেখানে বিবেকহীনতাই বিবেকের স্মারক ধারক সেখানে?
এখনো অনেক মানুষ আছে যারা বিবেকহীন হতে পারেন না। নাসিরুদ্দীনের গাধাদের ভীড়ে তারা উজ্জ্বল আলোর দিশারী! আপনি যদি নাসিরুদ্দীনের গাধা না হয়ে থাকেন তবে জানবেন আপনাকে কোনদিন এই অপবাদ নিতে হবেনা। আপনার জন্য জাতি হিসেবে আমরা গর্ব অনুভব করতেই পারি!
কেননা বিবেকবান মানুষদের বড়ই প্রয়োজন আজকাল।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১০ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






