নারী পুরুষ একে অন্যের সমকক্ষ কিনা সেটা একটা আপাতঃ অর্থহীন বিতর্ক! তবে নারী পুরুষের মধ্যকার তাবৎ বিচার বিশ্লেষণে এটা নিশ্চিৎ ভাবে বলা গেছে যে- পুরুষ এবং নারী ভিন্ন! তবে এটা ভাল বা মন্দের ভিত্তিতে নয়।
শুধুমাত্র একটা সাধারণ মিল আছে এই দুয়ের তা হলো এরা উভয়েই একই প্রজাতি ভুক্ত- মানুষ।
নচেৎ তাদের জগৎগুলো ভিন্ন মুল্যবোধ ও নিয়ম কানুনে গড়া! সবাই আমরা এটা জানি কিন্তু পুরুষরা অধিকাংশ সময় এ বিষয়টা আমলে নেননা!
নারীদের পারিপার্শিক (পেরিফেরাল) দৃষ্টি ভাল। যে কারণে আশে পাশে কী ঘটছে, কে কি বলছে, কার কার সম্পর্কে টানাপোড়ন চলছে, তার স্বামী বা প্রেমিক মিথ্যা বলছে কিনা (এক্ষেত্রে মেয়েদের বেহেতর ষষ্ঠ ইন্দ্রিয়কেই মুলতঃ কৃতিত্ব দেয়া যায়), কে তাকে চোখের ইশারায় কি বলতে চাইলো.... এমন অনেক অনেক তীক্ষ্ণ পর্যবেক্ষন ক্ষমতায় নারীরা অনেকদুর এগিয়ে পুরুষদের চাইতে। (পুরুষদের জন্য সতর্কবাণী- যদি নেহায়েত মিথ্যা বলতেই হয় এই পেরিফেরাল সীমানার বাইরে থেকেই বলেন টেলিফোনে কিংবা দুরে দাড়িয়ে তাহলে মিথ্যা ধরা পড়বার সম্ভাবনা কমে যাবে..হা হা হা)
আর পুরুষদের দুরে দেখার ক্ষমতা (টানেল ভিশন) ভালো। এজন্য রাতে ড্রাইভিং করবার ক্ষেত্রে সোসিও বাইওলোজিস্টরা পুরুষদের অগ্রাধিকার দিতেই আগ্রহী!
এ বিষয়ক বিস্তর গবেষনা মুলত ১৯৮০র পর থেকেই শুরু বলা চলে। এখন এটা প্রমাণিত যে চারিত্রিক প্রভাবক মুলত জীন (gene) এবং হরমোন! নারী পুরুষ সমাজ দ্ধারা লিখিত বই ব্যপারটা খুব একটা তেমন না। এটা জৈবভাবে ভিন্ন আংগিকে বিস্তৃত দুটি বই!
একটা উদ্ধৃতি দিয়ে শেষ করলে বোধহয় আমি নেহায়েত দলাদলি থেকে মুক্ত থাকব:
'Whether men and women are equal is a political or moral question, but whether they are identical is a scientific one.'
আর এ লেখার বিষয়বস্তুও নারী পুরুষ সমান কিনা সেই বিষয়টা নিয়ে নয় এটা বরং নারী পুরুষের জৈবিক এবং গুণগত ভিন্নতা নিয়ে! পরিশেষে আমার এই আলোচনা আপনাকে যদি এতটুকুও কৌতুহলী করে তুলে তবে আপনি এর বিবিধ জানতে পারেন রেফারেন্সে উদ্ধৃত বইয়ে:
Why Men Don't Listen & Women Can't Read Maps by ALLAN and BARBARA Pease
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১০ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






