Keynes ছিলেন বিংশ শতকের অন্যতম শ্রেষ্ট এবং সফল একজন অর্থনীতিবিদ।
Keynesian অর্থনীতির একটা চাতুর্যপুর্ণ উপলব্দি হলো- one person's spendings goes towards anothers earnings, and when that person spends her earnings she is, in effect, supporting anothers earnings. This circle continues on and helps support a normal functioning economy. অনেকে এটি বোঝানোর জন্য একটা ছোট্ট ভুমিকার অবতারনা করেন। আপনি একটা খাল কাটান- এই কাজে নিয়োজিত যারা তাদের মজুরীর ব্যবস্থা করেন- এরপর একইভাবে খালটা ভরাট করেন! এইভাবে হলে অবশ্যম্ভাবীভাবে অর্থনীতি গতি পাবে।
কীভাবে??
লোকজন পণ্য কিনলে সেই মজুরীতে তারা পণ্য কিনবে-পণ্যের কেনাবেচায় গড়ে উঠবে শিল্প- একজনের খরচ অন্য জনের জীবিকার পাথেয় হবে। বিষয়টা আপাতঃ দৃষ্টিতে এতই সহজ একটা কাজ!!! বাস্তবে এটাকে মেনে চলা বর্তমান পৃথিবীর সবচেয়ে কঠিনতম একটা বিষয়। এর জন্য যোগ্যতম সরকার এর কারিশমা লাগে। তাহলেই শিল্প গড়ে উঠতে পারে। অর্থনীতির গতি আসতে পারে (অতিসরলীকরনের দোষে দুষ্ট হলে ক্ষমা করবেন)।
এই প্রেক্ষাপটে আমি একটি হীরক রাজার দেশের অর্থনীতিকে আপনাদের বিবেচনায় পেশ করতে চাই।
১। হীরক রাজার দেশের তাবৎ কন্যা, জায়া, জননীরা দেশীয় পণ্যের বিজ্ঞাপন দেখতে পাননা। কারণ সিরিয়াল দেখার অবশেসনে তারা দেশীয় চ্যানেলই যে খুলেন না! পণ্যের ব্রান্ডিং নামক ঘটনাটা আর ঘটবেনা-এই আনন্দ বোঝার লোকও নাই সেই দেশে!!!
২। সরকার নিয়ন্ত্রিত শিল্প সবচাইতে রূগ্ন সম্ভাবনার সৃষ্টি করে এটা বোঝাতে পৃথিবীব্যাপি এতো উদাহরণ আছে যে- যারা এটাকে নিয়ে নতুনভাবে যুক্তিতর্ক করে তাদের আধ্যাত্মিকতায় মুগ্ধ না হয়ে পারা যায়না। আমাদের হীরক রাজার দেশে এমন আধ্যাত্মিক সাধকের দেখা মিলছে হরহামেশাই। তৈরী হন- চুরি চামারীর কারখানায় হবে পুনঃ উৎপাদন!!! কি আনন্দ! কি আনন্দ!!
৩। আরেকটা হলো 'চিকেন সিনড্রোম'। মুরগী ডিম পাড়ছেনা কেন? কারণ আগের মালিক খাওয়ায় নাই। এই সিনড্রোম এ যদ্দিন পারা যায় তদ্দিন এই দেশ কোথায় যাচ্ছে তা নিয়ে কাহারই মাথা কিন্চিত ব্যথাবিস্ট হয়না। (লজ্জা লাগার তো প্রশ্নই উঠেনা)!! আসো খাই দাই - আর নাচি।
৪। 'সিজান জ্যুস' 'সেন্টেফ্রেস' আর 'আলপেনলীবে' সিনড্রোম- হীরক রাজার দেশে হেন পণ্য নাই আমদানী না করে উপায় আছে। সকল পন্যই আনতে হবে। এতে যদি দেশের পণ্য গুলোর শ্রীহানী হয় তাতে কি আসে যায়। সুন্দর পণ্যে তো দোকান গুলো সুন্দর ই দেখায়। আহা হা! কি অপরূপ রূপ!!
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






