বনে একটা বৈঠক বসবে। অভ্যাগতদের মাঝে আছেন বিচারক 'শেয়াল', অর্থনীতিবীদ 'ভালুক', ব্যবসায়ী 'বানর', রাজনীতিবিদ 'গাধা', টিআইবি 'হাতি', সাংবাদিক 'ভেড়া' প্রমূখ। স্পীকার 'সিংহ' 'হূমম.....হুম..' করে ঘোষণা দিলেন আজকের আলোচনার বিষয় হলো 'কার নৈতিকতা কেমন'।
হাতি শুড় তুলে দৃষ্টি কাড়ে........'মান্য' স্পীকার শিয়ালের ইদানিং 'গাধা' সিনড্রোম হচ্ছে! গাধার কথা শুনছে বড় বেশী। বিশেষ করে সরকারী গাধাগুলোর কথাতেই তাদের উঠাবসা মনে হচ্ছে। শিয়াল 'হুক্কা হুয়া' করে চিৎকার করে উঠলো.......কোন বানর বললো এটা খুশির চিৎকার..ভালো শিয়ালগুলোর, আর কেউ কেউ বললো এটা প্রতিবাদ!
সভ্য গাধারা 'ফ্লোর' চাইলো। স্পীকার লেজ ডানে বামে নাড়ালেন...অর্থাৎ পরে..পরে....। বিরোধী গাধারা 'কেঁঊঊঊঊঊঊঊঊঊ....' করলো........'মান্য' সরকারী গাধারা যে নৈতিকতা নিয়ে পুরস্কার পাবে তাতো আমাদের হাতি মহাশয় বল্লেন। সরকারী গাধারা 'চি চি করে উঠলো- 'সব পরম্পরা', 'সব আগের' এখন আমরা ঠিকঠাক কর্ছি।
একদল ভালুক বল্লো সব ঠিক ঠাক...আগামী বছর সবাই ঘাস খেয়ে বাঁচতে পারবে.......বিরোধীভালুকরা বল্লো আগামীবছর ঘাসেরও আকাল হবে.......গাছের বাকল খেয়ে থাকতে হবে।
"ভেড়াদেরও আজকাল দেখা যায় 'গাধা' সিনড্রোম...........গাধা সিনড্রোমে আক্রান্ত ভেড়ারা তাদের কেন ভেড়া বলা হয় সেইটা প্রমাণ করতেই মনে হচ্ছে" স্পীকার একটু হাস্যরস না করে থাকতে পারলেন না। .............হু হা হাউ কাউ .....চারিদিকে হাসির রোল পড়লো....। এটা কোট' করেন এটা কোট' করেন........বাণী অব দ্য্ ইআর....সরকারী ভেড়া, বিরোধী ভেড়া, মুক্তি ভেড়া, রাজাকার ভেড়া.............ভে..ড়া কি জয়।

সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






