আবার এলো ফাগুন,
চারিদিকে আজ ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা।
শুকনো নিষ্প্রাণ ঝরা পাতাগুলো ছাপিয়ে সবুজের সমারোহ,
কিংবা শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার রক্তিম লাল;
এ যেন নতুন প্রাণের সঞ্চার।
মৌমাছির গুনগুন,
তারাও যেন ছড়িয়ে দিচ্ছে এই খবর!
কিংবা কুহূ শব্দে যে কোকিল এক মনে ডেকে যাচ্ছে।
যেন সেই কণ্ঠে প্রিয়ার অভিমান ভাঙানোর সুর।
ঠিক তেমনি,
জেগেছে তরুণ প্রজন্ম এ বাংলায়।
তবে, এ কি বাংলা বসন্তেরই সূচনা?
আমি স্বপ্ন দেখি,
ক্ষুধা-তৃষ্ণা-দারিদ্র্য,
অন্যায়-অবিচার-অনাচার,
বঞ্চনা-দুর্নীতি ও
রাজাকার মুক্ত এক স্বাধীন "বাংলাদেশ" এর।
সবাইকে ফাগুনের আগুন লাগা শুভেচ্ছা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


