অ্যাজমা একটি (Chronic Lung Disease) প্রাচীন পীড়া। যাকে বাংলায় হাপানি বলে। যখন নিঃশ্বাস নিতে কষ্ট হয়, শ্বাসের সঙ্গে একটা টান চলে আসে। এ টানকেই বলে হাপানি বা অ্যাজমা। আপনি এ রোগে আক্রান্ত হলে যেসব সমস্যা হতে পারে তার সমাধান একমাত্র হোমিওপ্যাথিই স্থায়ীভাবে পাশ্বপ্রতিক্রিয়ামুক্ত সমাধান দিয়ে থাকে।
এ রোগে আক্রান্ত হলে যেসব সমস্য হতে পারে সেগুলো হলোঃ
১• নিঃশ্বাস নিতে অসুবিধা।
২• নিঃশ্বাসে আওয়াজ।
৩• বুকে ব্যথা অনুভব করা।
৪• বুকে জমাট বাধা বা বুকে ঠান্ডা লাগা।
বংশগত সূত্র থেকে
পরিবারের বাবা-মায়ের অ্যালার্জি অথবা কারো অ্যাজমা আছে তা থেকে অ্যাজমা ছড়ায়। যদিও অ্যালার্জি ও অ্যাজমা রোগ দুটির ক্ষেত্রে জিনগত ব্যাপার কাজ করে। তবে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন, কোন জিনটি এ জন্য দায়ী। বিজ্ঞানীরা পরিবেশগত দূষণের দিকে নির্দেশ করেন। পরিবেশ দূষণের কারণেও সারা বিশ্বে অ্যাজমা রোগীর সংখ্যা বাড়ছে।
ধূমপান
যারা জনসমক্ষে ধূমপান করেন তারা অনেকেই জানেন না, অন্যের জন্য তারা কতোটা ক্ষতি বয়ে আনেন। যারা ধূমপান করেন তাদের পাশে যারা থাকেন তারাও ধূমপানের দ্বারা প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। ধূমপায়ীর পাশে থাকলে তা অ্যাজমা ট্রিগার হিসেবে কাজ করে।
* কাজেই প্রকাশ্য স্থানে ধূমপান করা থেকে বিরত থাকুন।
* ছোট বাচ্চাদের সামনে কখনোই ধূমপান করবেন না।
চিকিৎসা
অ্যাজমার জন্য কোনো ভালো চিকিৎসা নেই। তবে অ্যাজমাকে হোমিওপ্যাথিই স্থায়ীভাবে পাশ্বপ্রতিক্রিয়ামুক্ত সমাধান দিয়ে থাকে। তবে অ্যাজমার লক্ষণ দেখার সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নে
তাহলে আজ্ই যোগাযোগ করুন:
ডাঃ নেয়ামত-উল্লাহ-হাসান
ডি এইচ এম এস (ঢাকা),
এইচ এম পি সি (হোমিও মেডিসিন),
সি এইচ এম ই (হোমিওপ্যাথি ইউনিভার্সিটি-জয়পুর) ভারত
মোবা: ০১৫৫২ ৩৫৯৫৪৫
ওয়েব: View this link
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






