View this link
স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রব বলেছেন, জামায়াতে ইসলামী ’৭১ এ পাকিস্তানের সমর্থন করেছে কিন্তু জামায়াতের কোনো নেতা মানবতাবিরোধী অপরাধ করেছে এমন কোনো তথ্য আমার জানা নেই। যুদ্ধের সময় কোনো জামায়াত নেতা খুন, ধর্ষণ, অপহরণ, অগ্নিসংযোগসহ লুটপাট করেছে এ ধরনের খবর আমি পাইনি। তিনি অভিযোগ করেন, তদন্তের আগেই যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করে তদন্ত সংস্খাকে বিতর্কের মুখে ঠেলে দেয়া হয়েছে এবং এর মাধ্যমে গোটা বিচারপ্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা চলছে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, আইনজীবী ও তদন্ত সংস্খা একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মাসিক সহজকথার উদ্যোগে আ স ম আবদুর রবের একক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আ স ম আবদুর রব বলেন, ট্রাইব্যুনালের বিচারক, আইনজীবী ও তদন্ত কর্মকর্তা রাজনীতির ঊর্ধ্বে উঠতে না পারলে বিচার নিরপেক্ষ হবে না। তিনি বলেন, বর্তমান মন্ত্রিসভায় চিহ্নিত রাজাকার আছে। .....আওয়ামী লীগে লুকিয়ে থাকা যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে বিচার করতে হবে। এখন কে কে যুদ্ধাপরাধী আছে তা তদন্ত করেই বের করতে হবে।
আমরা আশংখা করছি এরকম একটি কঠিন সত্য কথা বলার জন্য আসম আবদুর রবকে হয়তো "রাজাকার" ঘোষণা করা হতে পারে....
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




