চাঁদের আলো ঐ যে হাসে মেঘের ভেলার ফাঁকে,
জোনাক পোকার দল উড়ে যায় আলোর ঝাঁকে ঝাঁকে,
ঝিকিমিকি তারার আলো মনে পরে কাকে?
ভালোবাসি যাকে! :#>
ভোরের আলো জানলা গলে স্বপ্ন ছবি আঁকে,
ছোট্ট পাখি মধুর গলায় মিষ্টি করে ডাকে,
তখন মনে পরে কাকে?
ভালোবাসি যাকে! :!>
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




