একান্তে কাটানো বিকেলের রোদ
ভিজে যাওয়া হৃদয়ের কোন-
তোমার প্রতিশোধ
আমি অপেক্ষায়, আমার রাত্রির।
রাত্রির কবিতা জমানো অনেক
পাহাড়ে জমানো নীল-
তোমার কপোল তিল
কবিতা শোনানো সন্তর্পন ক্ষণ
আমি অপেক্ষায়, আমার যাত্রির।
শিশিরের টুপটাপ, কাব্য জাগে
আঁধারের বুক চিরে তুমি আসো
হৃদয়ের কোণ ভেজানো
আবেগের তোড়ে-
আমার রাতের আলো ফিকে হ্য়
দূর্বাদলের বুক ছুয়ে শিশিরেরা ঝরে যায়
তাহারও থাকে বুঝি রাত্রির ই অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




