হঠাৎ করেই
কি হলো আজ?
চাইছি তোমায় সকাল থেকে
আঁকছি ছবি
ভাবছি বসে
চাইছি কিছু বলতে তাকে ।
হঠাৎ করেই – ভুল হলো আজ
ভুলে থাকার সহজ সে কাজ !
খুব করে ক্যান – ভাবছি তোমায়?
খুব করে ক্যান,
চাইছি আসুক – লোডসেডিং
আবার আসো- ওই জানালায়
চাইছি , আমার ছাদে আসা
আবার ভাসা – দূর নীলিমায়।
চাইছি আবার ওই – হাত দুটো
একটুখানি, ধরতে তারে ;
চাইছি খুব, দুটো মুহুর্ত
চেয়ে দেখার, অসীম মায়ার – নীল আঁখিরে ;
বলছি তোমায়, চাইছি আমি
একটুখানি চূড়ির আঘাত-
খুব করে ওই মেঘ হোক আজ
কাঁদবো বলে – বাজুক আকাশ ;
ভাবছি তোমায় নীল শাড়িতে,
নূপুর পায়ে- দূর্বাদলে ;
একটু শখের – লাল চুড়িতে
কৃষ্ণচূড়ার খোলা চুলে –
আলগোছা দোল – ঝুমুর দুলে-
বুনছি তোমায়, চারুকলায়
গদ্য পদ্য – নৃত্যশালায় ;
ভাবছি আমায় – আসবে কাছে
কালবোশেখী অলোক সাঁঝে-
চাইছি তুমি খুব সাজো আজ –
চাইছি আমায় – খুব ভুলি কাজ !
আসুক তাহার, প্রিয়তম -
সুর্য ডুবুক
চাঁদ যে উঠুক
...............বাজুক তাহার স্তব্ধ আকাশ ;
চাইছি বলে – নীল শাড়ীতে
কৃষ্ণচূড়ার লাল খোঁপাতে ~
রাতের সূর্য আজ যে আসুক
তোমার নূপুর
ঝুমুর ঝুমুর
আমার প্রাণে, আজ যে বাজুক !
চাইছি আজ, এমন করেই
অদ্ভুতুরে আব্দারেতে –
খুব বুঝি আজ- প্রেমিক আমি
ঘোর চোখে তার
একটু আকাশ
খুব যে দামী !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




