হতে চাই আমি লাল ঝুঁটি রাতা
যার ডাকে শুরু হবে প্রভাত।
আড়মোড়া ভেঙে বলবে তুমি
হলো কি শেষ নিশি কিবা রাত?
হতে চাই আমি সোনা মাখা কাঁচা রোদ
ভেদ করে কুয়াশার আঁচল, ঠিকরে পড়ব
তোমার হলুদ বাঁটা গায়।
হতে চাই আমি ভোরের বাতাস,
ফিকে সবুজ পাতায় যাব শিষ কেটে।
তোমার শরীরে তুলে শিহরণ
করে দিয়ে কেশ এলোমেলো মুখে।
হতে চাই ভর দুপুরের বুকে
কচি ডাবের শীতল জল,
তৃষিবে তুমি পেলব হাতের স্পর্শে
সবুজ খোলস জলে টলমল।
হতে চাই আমি রূপালী নদীর ঢেউ
কান পেতে তুমি শুনবে
আমার কুলু-কুলু ধ্বনি।
হতে চাই আমি মেঘ, নীল আকাশের বুকে
গাইবে তুমি মেঘ মল্লার-
আমার স্মরণে উদ্ধত মুখে।
হতে চাই আমি সুউচ্চ জলপ্রপাত,
যার তলে দাঁড়িয়ে তুমি
তপ্ত দেহে পাবে সুশীতল ছোঁয়া।
হতে চাই আমি সন্ধ্যা রাতের তারা,
যা দেখে তুমি খুঁজে পাবে পথ
ঊষর মরুর বুকে হয়ে বেদুঈন।
হতে চাই আমি চাঁদ,
ঘোর কৃষ্ণ গগন হতে
নামিয়ে দিব জ্যেৎস্না,
গোসল করবে তুমি গায়ে
মেখে সেই স্নিগ্ধ আলো।
হতে চাই আমি প্রজাপতি,
কালোর বুকে হলুদের ছোপ।
তুমি হবে রক্তজবা কিংবা হলুদ গাঁদা।
হতে চাই আমি গভীর ঘুমের স্বপ্ন,
সেই স্বপ্নে তুমি সাজাবে ঘর
আনবে তুলে আমায়-
হতে চাই আমি বাস্তব, সেই স্বপ্নের
যা তুমি দেখেছিলে,
সুদূর অতীতে হয়ত খেলাচ্ছলে।।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১১ রাত ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




