ব্লগিং জগতে তুমুল গতিতে রাজত্ব বাড়িয়ে চলা ওয়ার্ডপ্রেস এবারে তাদের ব্লগিং প্লাটফর্ম ওয়ার্ডপ্রেস ডটকমে পোস্ট বাই ভয়েস নামের এক নতুন সেবা চালু করেছে। জানা গেছে, এই সেবার আওতায় ব্লগাররা একটি বিশেষ নম্বরে ফোন করে তাদের কথা রেকর্ড করতে পারবেন, যা ঐ মুহুর্তেই তাদের ব্লগে অডিও ফাইল আকারে প্রকাশ করা সম্ভব হবে। খবর ওয়ার্ডপ্রেস ডটকম ব্লগ-এর।
ওয়ার্ডপ্রেস প্রতিষ্ঠাতা ম্যাট মুলেনওয়েগ সম্প্রতি এই পোস্ট বাই ভয়েস সুবিধাটি উন্মুক্ত করে প্রকাশিত ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘ব্লগাররা তাদের ড্যাশবোর্ড থেকে ফোন নম্বর চালু করতে পারবেন। এতে করে তারা গোপন নম্বর এবং একটি ইউনিক কোডও পাবেন। এগুলো ব্যবহার করে পরবর্তী যে কোনো সময়ে যে কোনো ফোন থেকে কল করে ভয়েস রেকর্ড করে তা ব্লগে প্রকাশ করতে পারবেন।
ম্যাট আরো জানিয়েছেন, আপাতত সর্বোচ্চ ৬০ মিনিট পর্যন্ত ভয়েস রেকর্ড করা যাবে এবং এ জন্য কোনো চার্জ লাগবে না। তবে, ভবিষ্যতে ব্যবসায়িকভাবে এই সেবা চালু হলে বিনামূল্যে এই সেবা ব্যবহার করা গেলেও রেকর্ড করা সময়ের পরিমাণ কমে আসতে পারে।
এদিকে সোশ্যাল মিডিয়া বিষয়ক সাইট ম্যাশএবল আশা প্রকাশ করেছে, কেবল ওয়ার্ডপ্রেস ডটকমের ভেতরে না রেখে ওপেনসোর্স ওয়ার্ডপ্রেসের সঙ্গেও এই সুবিধা দেয়া হবে। এই সেবাটি অবশ্য টুইলিও নামের তৃতীয়পক্ষের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে তৈরি করা। এছাড়াও আরেক ব্লগিং প্লাটফর্ম লাইভজার্নালে অনেকটা এরকম একটি সুবিধা আগে থেকেই ছিলো বলেও জানিয়েছে ম্যাশএবল।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/সজীব/এইচবি/এইচআর/জুলাই ০৪/১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






