আমি ইতমধ্যে অনেক বাংলা লেখার সফটওয়্যার ব্যবহার করেছি। তবে আমার কাছে মনে হয়েছে এদের মধ্যে অভ্রই শ্রেষ্ঠ।
সবচেয়ে বড় সুবিধা যেটা আমার কাছে মনে হয়েছে, তা হল, খুশীমত কাস্টমাইজ করার ব্যাবস্থা। অভ্র এর পোর্টেবল ভার্সন
বের হয়েছে, যেটার মাধ্যমে আপনি জাম্প ড্রাইভ বা এস ডি কার্ডে অভ্রকে লোড করে রেখে, যে কোন কম্পিউটার এ
ইন্সটল না করেই ব্যবহার করতে পারবেন। পোর্টেবল ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন নীচের লিঙ্ক থেকেঃ
Click This Link
জাস্ট ফাইল গুলো আপনার জাম্প ড্রাইভ বা এক্সটারনাল ড্রাইভ এ এক্সট্রাক্ট করে নিলেই হবে।
এরপর আপনি ইচ্ছা মত শব্দ গুলকে কাস্টমাইজ করে নিতে পারবেন অভ্র এর ফনেটিক অটো কারেক্শান্ অপশন ব্যবহার করে।যারা গতানুগতিক কী বোর্ড ব্যবহার করে অভ্যস্ত (বিজয়, মুনির, ইত্যাদি) তারা ইচ্ছা করলে একটি তালিকা হতে পছন্দ মত একটা কী-বোর্ড বেছে নিতে পারবেন। সব ধরনের লেখকের জন্য অভ্র কী-বোর্ড বেশ উপযোগী। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




