
অনেকেই অভিযোগ করেন টরেন্টে স্পীড পান না। বিশেষত যারা জিপি ইন্টারনেট ব্যবহার করেন, তাদের অনেকেরই অভিযোগ জিপি টরেন্টে স্পীড দেয় না। অনেকেই অনেক টরেন্ট ক্লায়েন্ট ব্যবহার করেন। ইউ টরেন্ট, বিট টরেন্ট ইত্যদি। যদি বলি আপনার টরেন্ট ক্লায়েন্ট টা বদলে ফেললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে?
হ্যা! আর এই টরেন্ট ক্লায়েন্টের নাম হচ্ছে Vuze, যেটা প্রথমে Azureus নামে পরিচিত ছিল। Vuze দাবী করে তারাই হচ্ছে the most powerful bittorrent app on earth!
Azureus ২০০৩ সালে SourceForge এ উন্মুক্ত করা হয়। লোগো হিসেবে নেয়া হয় Dendrobates azureus নামের নীল রংয়ের এক ধরণের বিষযুক্ত ব্যাঙ। ২০০৬ এ Azureus এর নাম পরিবর্তন করে Vuze রাখা হয়। আরো জানতে উইকি।
এখন আসা যাক, আপনি কেন অন্য সব টরেন্ট ক্লায়েন্ট বাদ দিয়ে Vuze ব্যবহার করবেন? কারণ Vuze এর টেকনোলজি। Vuze লেখা হয়ছে জাভায়। এটা কিভাবে কাজ করে সেটা এদের অফিসিয়াল সাইটে খুব সুন্দর করে লেখা আছে।
এবারে আসি এর কিছু ফিচারস এ। প্রথমেই সার্চিং। কষ্ট করে অনেক সাইটে গিয়ে টরেন্ট খুজি আমরা। এই ঝামেলা থেকে Vuze দেবে মুক্তি! এদের নিজস্ব সার্চিং সিস্টেম আছে, যেটা মেটা সার্চ সাপোর্ট করে এবং এর জন্য Vuze থেকে বের হয়ে অন্য কোন ব্রাউজার ব্যবহারের প্রয়োজন পড়েনা। Vuze খুব সহজেই আপনাকে স্ট্রং হেলথ এর টরেন্ট খুজে এনে দেবে।
Vuze এর আছে নিজস্ব HD মিডিয়া প্লেয়ার, যাতে আপনি এমনি সময়ে তো বটেই, চাইলে নামাতে নামাতেও ফাইলটি দেখতে পারবেন।
আরো আছে ওয়েব রিমোট, যা ব্যবহার করে যেকোন পিসি থেকেই ডাউনলোড নিয়ন্ত্রণ করতে পারবেন। আছে ডিভাইস প্লেব্যাক সিস্টেম (বেটা)। আছে ফিডস সুবিধা, সাবস্ক্রাইব করা থাকলে Vuze নিজে থেকেই আপনাকে একই রকম আরো অনেক ফাইল দেখাবে। Vuze এর আছে অনেক প্লাগইন্স, যেগুলো ব্যবহার করে Vuze দিয়ে অনেক ইছু করা সম্ভব। আবার ডিভিডি বার্ন করতে পারবেন Vuze দিয়ে।
সবচেয়ে কাজের যে ফিচার, ডাউনলোডিং। স্পীড নাকি পান না? Vuze আপনাকে বুঝিয়ে দেবে স্পীড কি জিনিস!
বড় করে দেখুন
উপরের ছবিতে দেখুন আমার ডাউনস্পীড ৩০ kB. (স্ক্রীণশট নেবার সময় তাও স্পীড কম ছিল। আমি ৩৬ kB ও পাই) আমার নেট কানেকশন ২৫৬ kb = ৩২ kB. ডাউনলোড স্পীড পুরোটাই আমি ব্যবহার করতে পারছি। আর আপ স্পীড মাত্র ৬৪ বাইট, যেটা আমি কমিয়ে দিয়েছি।
অনেকেই ভাবেন Vuze অনেক ভারী। মোটেও তা নয়! এইটা কখনোই আপনার পিসিকে স্লো করে ফেলবে না!
বড় করে দেখুন
স্ক্রীণশটে দেখুন, Azureus প্রসেসটি আমার পিসিতে কতটুকু জায়গা নিচ্ছে। ৯০ মেগাবাইট। যার থেকে এর ঠিক উপরে মজিলা ফারাফক্স ই বেশি যায়গা নিচ্ছে। আপনার পিসির র্যাম নূন্যতম এক গিগাবাইট হলেও এতে পিসি মোটেও স্লো হবার কথা না!
Vuze এর আছে একটা দারূন সুন্দর ও সহজে বোঝার মত ইন্টারফেস। খুব সহজেই এটা ব্যবহার করতে পারবেন আপনি। আজাইরা কোন ফিচার নাই এতে। সবই কাজের জিনিস! আর বিরক্তিকর অ্যাড দিয়ে এটা আপনাকে কখনোই বিরক্ত করবেনা। উইন্ডোজ বা ম্যাক এমনকি উবুন্টু তেও কাজ করে।
তাহলে আর দেরি কেন? নামিয়ে ফেলুন Vuze! ফাইল সাইজ মাত্র ৮.১৫ মেগাবাইট। এটা java runtime ব্যবহার করে। আপনার পিসিতে থাকলে ভাল, না থাকলেও অসুবিধা নেই, Vuze নিজেই এটা নামিয়ে নেবে। এত কিছু পাচ্ছেন একদম ফ্রি তে! অবশ্য Vuze এর pro ভার্শন আছে, তবে আপনার-আমার মত নর্মাল ইউজার দের জন্য ফ্রি ভার্শন ই অনেক বেশি! এটার সব ফিচারই ব্যবহার করে কুলাতে পারবেন না! আর হার্ডকোর ইউজাররা প্রো ভার্শন কিনেও ফেলতে পারেন। মাত্র ২৫ ডলার।
যারা ইতিমধ্যে Vuze ব্যবহার করছেন, তারা কোনদিনও অন্য টরেন্ট ক্লায়েন্টের ধারেকাছেও ঘেষবেন না।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




