যুদ্ধকালীন অপরাধ তদন্তের প্রধান ছাত্রসংঘ করতেন
.....................................................................................................
একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্তে গঠিত সংস্থার প্রধান আবদুল মতীন ইসলামী ছাত্রসংঘের কর্মী ছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল শুক্রবার মিডিয়া হাউজ ভিশন ২৪ আয়োজিত ‘ইসলাম, আইন ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধাপরাধীদের বিচার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের জন্য গত ২৫ মার্চ সরকার ট্রাইব্যুনাল গঠন করে। ওই ট্রাইব্যুনালের জন্য গঠিত সাত সদস্যের তদন্ত সংস্থার প্রধান করা হয় সাবেক অতিরিক্ত সচিব আবদুল মতীনকে।
প্রসঙ্গত, সে সময়ে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনের নাম ছিল ইসলামী ছাত্রসংঘ। মুক্তিযুদ্ধের শেষ দিকে ছাত্রসংঘের কর্মীদের নিয়ে গঠিত আল-বদর বাহিনীর বিরুদ্ধে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার অভিযোগ আছে।
আলাউদ্দিন আহমেদ সংশয় প্রকাশ করে বলেন, আবদুল মতীন ইসলামী ছাত্রসংঘের একটি কলেজ শাখার সভাপতি পদে মনোনীত প্রার্থী ছিলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




