এই দলটি আরও সুসংহত হতে পারত, আরও অভিজ্ঞতা সমৃদ্ধ হতে পারত, যদি আমরা অকালে না হারাতাম মেহরাব হোসাইন অপি, আল শাহরিয়ার রোকন কিংবা দলে থাকতো অলক কাপালীর মত পরিক্ষিত ও ট্যালেন্টেড পারফর্মার। এক সময় ওকে দেখিয়ে তদানিন্তন কোচ হোয়াটমোর আক্ষেপ বুলবুল আকরাম দের বলেছিলেন খেলা শিখতে! রোকন এর মত স্ট্রোক মেকারের অভাব এখনো রয়েছে দলে। তামিম এর সাথে কে ওপেন করবে সেটা ভাববার বিষয়, ভেবে দেখুন তামিম এর সাথে ওপেন করতে পারতো দেশের পক্ষে প্রথম অডিআই সেঞ্চুরীয়ান অপি। হয়ত ওর নামের সাথে থাকতো আরও গোটা দশেক সেঞ্চুরি! রোকন আর নাফিসকে নিয়ে ফিসফাস করতো আমের, কুলসেকারা, নেহরারা! বিসিবির অদূরদর্শীতায় কালের অতলে হাড়িয়ে গেছে অনেকেই।
এরপরও যে দল খেলবে তারা সেদিন ই হোয়াইট ওয়াশ করলো নিউজিল্যান্ডকে বিশ্বকাপ ভেন্যুতেই! পেছনে তাকানোর আর সময় নেই। সামনে এগুতে হবে। সময় এসেছে সমালোচকদের জবাব দেয়ার, টেস্ট ক্রিকেটে পারি দিতে হবে বহুদুর। আনপ্রেডিক্টেবল খেতাব এসে গেছে। হরভজনরা কাঁটা পেড়তে চায়, টাইগারদের বলছে ভয়ংকর। রয়েল টাইগারদের আবাসভুমি খালি পায়ে পাড় হওয়া সম্ভব নয় বুঝিয়ে দেয়া হবে ১৯ ফেব্রুয়ারী থেকেই.।.।.।.।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




