আসলেই বাংলাদেশের কথা চিন্তা করলে নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করে। কারণ বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী সরকার হওয়া সত্যেও বাংলাদেশের কোন নাগরিকের স্বাধীনতা নেই। নিজস্ব বলার কোন অধিকার নেই। যে বড় সে সারা জীবনই বড় হয়ে থাকবে। আর যে ছোট সে সারা জীবনই ছোট হয়ে থাকবে। এটাই এই দেশের নিয়ম। প্রতিবার সরকার পরিবর্তন হওয়ার পর বিগত সরকার যে যে কাজ সম্পূর্ণ করতে পারে নি। ঐ কাজগুলোর সমাপ্তি ওখান থেকেই টানতে হয়। এই সরকার করে ঐ সরকারের নিন্দা আর ঐ সরকার করে এই সরকারের নিন্দা। যেমন ধরুন বর্তমান সরকারের কথা--- জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নাম পরিবর্তন করে রাখল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর। আগারগাওয়ে যে সম্মেলন কেন্দ্র ছিল তার পূর্ব নাম ছিল (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র)। বর্তমান সরকার তা পরিবর্তন করে রাখল বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র। এ সামান্য নাম পরিবর্তনের কারণে প্রচুর অর্থ ব্যায় হয়। আমরা যদি হিসাব করি তাহলে দেখা যাবে যে, ঐ দুটি নাম পরিবর্তন করতে যে অর্থ ব্যায় হয়েছে, তা যদি নূত্যতম ১০০০টি পরিবারের মধ্যে বিতরণ করা হত তাহলে এই পরিবারগুলো অন্তত্ দু বেলা দু মুঠ ভাত খেয়ে বাঁচতে পারত। এই টাকা দিয়ে যদি রাস্তা নির্মান করা যেত তাহলে আর জানজটের কবলে পরে এ্যাম্বুলেন্সে রুগীকে মৃতু্র কোলে ঢোলে পরতে হত না। আর এত কিছুর মধ্যেও নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল জনগণকে আশ্বাস দেয় যে, আমরা ক্ষমতায় আসলে আপনাদের এই সমস্যা দূর করব, ঐ সমস্যা দুর করব ইত্যাদি। এই যদি হয় দেশের অবস্থা তাহলে আমাদের উন্নতি হবে কেমন করে। আমরা বিশ্বের দরবারে মাথাউচু করে দাড়াব কেমন করে। আমার প্রশ্ন থাকল আপনাদের কাছে।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




