»
অন্তহীন মুভিটা দেখার পর থেকেই কেমন যেন অনেক বেশি তৃপ্ত হয়েছিলাম, জানি না কেন। অনেক দিন মনে হয় এমন মুভি দেখিনি, এজন্য হতে পারে। আমরা যারা মুভি দেখি, বিশেষ করে বাংলা মুভি তারা সবাই জানি কিছুদিন যাবত অনেক ভাল ভাল বাংলা মুভি আমরা দেখতে পাচ্ছি। আগে আমরা মুভির শুরুটা দেখলে বুঝেই ফেলতাম, শেষে কি হবে। একই কাহিনীকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে কেমন যেন বাংলা মুভির থেকে দূরে সরে গিয়েছে অনেকেই। কিন্তু আজ আর তা হচ্ছে না। নতুন প্রজন্ম নতুন ভাবে তুলে ধরছে তাদের নিত্য নৈমিত্তিক চালচিত্ত। তারই পথ ধরে অন্তহীন মুভির আগমন। ভার্চুয়াল জগতের সাথে আমাদের নিত্যদিনের সব ঘটনার সমন্বয়, যেন জীবন থেকে নেওয়া সবই। কীভাবে জীবন পথে চলতে চলতে আমরা আমাদের গহীনে হারিয়ে যাই তা আসলে আমরা কেউই জানি না। প্রতিটা স্ক্রীনশর্টই চমকে দিয়েছে যারা দেখেছেন মুভিটা। যারা দেখেন নি, তারা মিস করেছেন। চমকপ্রদ সব লিরিক্স, মিউজিক, ডায়ালগ, কাহিনী এবং অভিনয়... এক কথায় অসাধারণ।
চন্দ্রবিন্দু-র সেই গান, যা অন্তহীন মুভিকে পরিপুর্ণ করেছে...
আমার ভিনদেশী তারা, একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা, আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখেই, তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কাঁর বুকে, তোমার গল্প বলো কাকে?
আমার রাত জাগা তারা, তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা, আমি আদতে আনাড়ী...
আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরী
আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরী
আমার চোখ বেঁধে দাও আলো, দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতই ভালো, আমি একলাটি পথ হাঁটি
আমার পিচ্চিনি একতারা, তুমি নাও না কথা কানে
তোমার কিসের এত তাড়া, এ রাস্তা পার হবে সাবধানে...
তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চাল-চুলো
তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চাল-চুলো
রাখো শরীরে হাত যদি, আর জল মাখো দুই হাতে
প্লীজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে...
আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাই না ছুঁ'তে তোমায়, আমার একলা লাগে ভারী..
আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাই না ছুঁ'তে তোমায়, আমার একলা লাগে ভারী..
আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাই না ছুঁ'তে তোমায়, আমার একলা লাগে ভারী...
* অভিনয়শিল্পী: রাহুল বোস, রাধিকা অপ্তী, অপর্ণা সেন, শর্মিলা ঠাকুর, কল্যাণ রায়, মিতা ভি., শৌভিক কে. প্রমুখ
* লেখক এবং পরিচালক: অনিরুদ্ধ রায় চৌধুরী
* সঙ্গীত পরিচালক: শান্তনু মৈত্র
* লিরিক্স: চন্দ্রনীল ভট্টাচার্জ এবং অনিন্দ্য চ্যাটার্জী
* মুক্তি পেয়েছে: জানুয়ারি ৯, ২০০৯
* রেটিং: ৭.০/১০
Movie Links:
Download.. Antaheen
Size: 697MB
Password: Peash
Mp3Songs Links:
Mp3
»
অটোগ্রাফ মুভিটার কথাও না বললেই না। অনেক ভিন্নধর্মী একটা মুভি। প্রভাব, আধিপত্য বিস্তার, কষ্ট কিনবা ব্যর্থতা - এর কোন কিছুই প্রাধান্য পাইনি এই মুভিতে। আবেগময় বিচ্ছেদ আর প্রফেশনাল ক্ষোভ - যা কিনা মুভিটিতে প্রাণ সঞ্চার করেছে। যেসব মানুষগুলো এই মুভি তৈরীতে জড়িত, তারা কিভাবে জীবন যাপন করছে এবং তারা প্রতিনয়ত যেসব চাপের সম্মুখীন হচ্ছে, তার প্রতিফলনই এখানে মুখ্যভাবে তুলে ধরা হয়েছে। কীভাবে ওই মানুষগুলো একান্ত ব্যক্তিগত হয়রানির শিকার হচ্ছে, মিডিয়ার খেলনার পুতুল হচ্ছে কিনবা পর্দার পিছনের ওই মানুষগুলোর চালচিত্র - সবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই মুভিতে।
অটোগ্রাফ তার মিউজিক কিনবা কাহিনী কোনটাতেই পিছিয়ে নেই। দু'টোর-ই দারুন সমন্বয়, আর তার সাথে চমৎকার অভিনয়। সব মিলিয়ে অসাধারণ। আর একটা কথা, অটোগ্রাফ আসলে সত্যজিৎ রায়-এর "নায়ক" অবলম্বনে বানানো একটা মুভি।
* অভিনয়শিল্পী: প্রসেনজিত, ইন্দনীল সেনগুপ্ত, নন্দনা সেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিশ্বজিত চক্রবর্তী, পিযুষ গাঙ্গুলি, ধ্রুব মুখার্জী, সহিনী পাল, দ্বিজেন ব্যানার্জী প্রমুখ
* লেখক এবং পরিচালক: শ্রীজিত মুখার্জী
* সঙ্গীত পরিচালক: দেবজ্যোতি মিসরা
* লিরিক্স: অনুপম রায়, শ্রীজাত এবং শ্রীজিত মুখার্জী
* মুক্তি পেয়েছে: অক্টোবর ১৪, ২০১০
* রেটিং: ৭.০/১০
Movie Links:
Download... AutoGraph
Size: 400MB
Password: Peash
Mp3 & MusicVideo Links:
Mp3 and Music Video
শেষ এই দুটো বাংলা মুভি দেখেই বড় তৃপ্ত হয়েছি। দেখার জন্য বলছি, আশা করি ভালো লাগবে।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




