হোক না তা ক্ষণস্থায়ী যত, একটি নিঃশ্বাসের মত,
তোমার নিয়তিতে কী লেখা আছে, তা জানবে সেই ক্ষণে।
এমনি ক্ষণ, কত অসাধারণ!
তুমি যেন হেলায় নষ্ট কোর না তা, থেকো নিরব,
হায়, এক জীবনে এমন মুহূর্ত যে অনেক অনেক বেশি দূর্লভ।
When you find yourself with the beloved, embracing for one breath,
In the moment you will find your true destiny.
Alas, don’t spoil this precious moment.
Moments like this are very, very rare.
(Thief of sleep)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




