আপনারা এর মধ্যেই সেন্ট্রাল হাসপাতালের ঘটে যাওয়া ঘটনাগুলো জানেন। নিজ পেশার কেউ অন্যায় করলেও কোন প্রতিবাদ করা যাবে না? কোন নিন্দা প্রকাশ করা যাবে না?আপনারা বলবেন যে, যাবে ,যাবে। কিন্ত ডা:রা এমনই একজোট যে, নিজ পেশার কেউ অন্যায় করলেও সাফাই গাইবেন। কোন নিন্দা বা প্রতিবাদ করবেন না। এত কিছু ঘটে গেলো, ঘটে যাচ্ছে, এরপরেও কি কোন ডা: কি মূল অপরাধীর বিচার চেয়েছে? শাস্তি দাবি করেছে? করে নাই। তারা বারবার শুধু ডাঃ মুনার মুক্তি চাইছে। আর বারবার রোগীদের দোষ বর্ণনায় ব্যস্ত হয়ে কার যেন আইওয়াশ দেবার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে।
এখনো ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন, "যা কিছু চুরি হয়, গিন্নি বলেন ঐ কেষ্টা ব্যাটাই চোর"-- সব দোষ ঐ নন্দ ঘোষ রোগীদের! হ্যাঁ, রোগীদেরই তো দোষ, তারা অসুস্থ হয় আর অসুস্থ হয়ে পালে পালে ডা:দের কাছে যায়! রোগীদের এত অসচেতনতার জন্য কি ডা:দের সিস্টেমের দায় নেই? রোগীদের সচেতন করতে ডা:রা সম্মিলিত হয়ে কবে কী কী পদক্ষেপ নিয়েছেন? বলতে পারবেন??
ডা:দের অসুস্থ সিস্টেমের বিরুদ্ধে কোনদিন কেউ কথা বলেছেন নাকি কেউ বলতে চাইলে তার গলা চিপে ধরেছেন? তার চিকিৎসা করাবেন না বলে অমানবিক হুমকি দিয়েছেন? অথচ কাউকে চিকিৎসা না করানোটা কি ডা:দের এথিক্স বিরোধী নয়? তারা কি ডা: হবার শপথটা কখনো করে নি? আমার মনে এখন ডাঃরা শুধু বড় বড় ডিগ্রীই অর্জন করেন আর নামের শেষে নানা রকম এবিসিডি ডিগ্রি যুক্ত করেন। কিন্তু হিপোক্রিটাসের সেই শপথবাক্য '' ‘অতঃপর আমি শপথ গ্রহণ করছি যে জেনেশুনে এবং ধর্মত রোগীর ক্ষতি হয় এমন কোনো ওষুধ দেব না। শত্রু-মিত্রভেদে সব রোগীকে সমান মনপ্রাণ দিয়ে চিকিৎসা করব এবং তার মানসিক দুশ্চিন্তা লঘু করার জন্য সব সময় ভরসা দেব।’
এটা পাঠ করেন না, পাথ করলেও অন্তরে ধারণ করেন না!
সুংযুক্তা সাহা দীর্ঘদিন ডেলিভারির ভিডিও পোস্ট করেছে। আমরা সাধারণ মানুষ, এসব আমরা নাই বুঝতে পারি। কিন্তু কোন দিন কি কোন ডা: বলেছে, এরকম ভিডিও করাটা ঠিক নয়, অনৈতিক, মিথ্যাচার হচ্ছে? কেন এত দিন কিচ্ছু বলেন নি ডা:রা? খাই আমরা সুজি, একটু হলেও বুঝি। কেন এতদিন বলেন নি। হ্যাঁ, আজ একটু একটু বলছেন বটে, কিন্তু তবুও বিচার চাইবার, শাস্তি চাইবার মুরোদ নেই৷ ইনিয়ে বিনিয়ে নানান কথা!
শুধু সেন্ট্রাল হাসপাতালের ঘটনাটি বা কেন, এ ঘটনার আগে কি ডাঃদের ভুল চিকিৎসা বা অবহেলার খেসারত রোগীদের দিতে হয় নি? অপেরেশন করতে গিয়ে গজ, সেলাইয়ের সুঁচ, সুতা, কাচি, পেটের ভেতর রেখেই সেলাই করে রোগী রিলিজ করে দেবার ঘটনা কি অহরহই ঘটে না? সেসব ঘটনার কি কখনো কোন প্রতিবাদ ডাঃরা করেছে? ডাঃরা কি এরপরেও রোগীদের প্রতি সচেতন হয়েছে? এখন সেন্ট্রাল হাসপাতালের ঘটনাটি ঘটলো। ডাঃরা আশ্চর্যজনকভাবে নিশ্চুপ। একজনও স্পষ্টভাবে মূল অপরধারী বিচার/শাস্তি দাবির কথা উচ্চারণ করতে পারে নি।
এখন এই পোস্ট করলাম দেখে ডা:রা হয়তো আমাকে হুমকি দিতে আসবেন, আমার চিকিৎসা করবেন না কোনদিন! এটুকুই হয়তো তাদের ক্ষমতা! যার যতটুকু ক্ষমতা, সে ততটুকুই দেখাবে৷ কিন্তু তবুও মূল অপরাধীদের বিচার চাইবার, শাস্তি চাইবার মুরোদ তাদের নেই, নেই, নেই!!!
বিনা চিকিৎসায় মরে গেলেও এ কথা আমি বলে যাবো৷
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৬