হলুদ পাঞ্জাবি পরে ঘুরলেই হিমু হওয়া যায় না। হিমু হওয়া এত সহজ না।
হিমু হতে হলে খালি পায়ে হাঁটা জানতে হয়। হিমুদের পাঞ্জাবিতে পকেট থাকে না। পকেট থাকে না মানে, টাকা পয়সার সাথেও তার কোন সম্পর্ক নেই। অন্য স্মার্ট তরুণেরা নিজের সফল ক্যারিয়ার, অর্থ উপার্জন , সামাজিক প্রতিপত্তি লাভ, প্রেমিকার মন অর্জন নিয়ে যখন ভাবিত, হিমু তখন এসব উপেক্ষা করে রাতের অন্ধকারে এক আকাশ তারা মাথায় নিয়ে কুকুরদের সাথে হাঁটে।
সমাজ ও রাষ্ট্রের অসংগতি নিয়ে হাসতে হাসতে নির্ভয়ে কথা বলে । আর স্মার্ট তরুণেরা এ দেশ থেকে কিভাবে পালানো যায়, সেসব পথ খোঁজে।
হিমু হওয়া এত সহজ না।
আমরা কখনো হিমু হতে পারবো না। তাই হিমু সাজার ভান ধরি।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫