জীবন যেভাবে চালিয়ে নিয়েছে চলেছি দৃপ্ত পায়ে,
হোঁচট খেয়েছি তবু দাড়িয়েছি দেখি নাই ডানে-বায়ে।
সম্মুখ পানে এগিয়ে চলেছি ভুলে গিয়ে পিছুটান,
ভেঙ্গে গেছে মন, তবুও সবল-সচল-সাহসী প্রাণ।
জীবন যেভাবে চেয়েছে আমায় পেয়েছে আমাকে তাই,
ব্যার্থতা আসে অবাধ্যতায় যদি বা অন্যথায়!
জীবন যত না দিয়েছে আমায় ছিনিয়েছে তার বেশি,
সয়ে গেছে মন প্রত্যাশা আর প্রাপ্তির রেষারেষি।
কত উপহাস, বঞ্চনা আর লাঞ্চনা সয়ে মন,
আশার তোরণ সাজিয়ে রেখেছে আসবেই শুভ ক্ষণ।
রূদ্ধ এ মন যেচেছে যখন প্রমোদের অবকাশ,
মুক্তি লগ্ন অতি আসন্ন দিয়েছি এ আশ্বাস।
যদিও জানিনা এই পথচলা আর কত ক্রোশ বাকী,
অভিলাষা রেখে সুপ্ত হৃদয়ে আশা নিয়ে বেচে থাকি।
পাষান পৃথ্বি চায় না আবেগ চায় শুধু সফলতা,
শুনেনা প্রাণের আকুতি বোঝেনা মনের অপারগতা।
কর্মক্ষেত্রে ব্যাস্ততা যেন কভু ফুরাবার নয়,
তবু নিয়তিতে পরিণতি সঁপে কেউবা ক্ষান্ত হয়।
স্মরণে ঐশী বাণী বলে যায় চেস্টার ত্রুটি নয়,
হস্ত রেখায় বিশ্বাসে নয়, কর্মে নিহিত জয়....।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




