কেউ কি কখনও সূর্যকে ডেকে বলেছে এমন করে?
প্রয়োজন নেই, নিভে যাও তুমি হারাও অক্ষিগোচরে।
কখনও কি কেউ রাতের আঁধারে বলেছে চাঁদকে ডেকে?
চাইনা তোমাকে রূপের ঝলকে কলঙ্ক রেখেছো ঢেকে।
ফুলকে কি কেউ বলেছে কখনও গোপনে এমন কথা?
সৌন্দর্য্যে তোমার রয়েছে যে খাদ, রয়েছে কৃত্রিমতা!
বোধহয় বলেনি তাই না?
প্রশ্নগুলো বড় অবান্তর, তাই উত্তর আমি চাই না।
থাক না এসব প্রশ্নপর্ব, উত্তর নিয়ে খেলা,
বলবো এমন অভাগার কথা, যে পেয়েছে শুধুই হেলা।
জন্ম যে তার এমন সময় আকাশে ছিল না রবি,
চোখ মেলে তাই, দেখা হয় নাই, স্বপ্নীল পৃথিবী।
রাতের আকাশে চাঁদের হাসিও হয়নি যে তার দেখা,
মেঘে ঢাকা ছিল আকাশ সে রাতে,ছিল না আলোর রেখা।
ক্ষণিকের ফুল নাইট কুইন ফুটেছিল সেই রাতে,
এসেছিল সুখ, হয়ে উন্মুখ, দেখা দিয়ে হারাতে।
তার আগমনে অতৃপ্ত চাঁদ মেঘে ঢেকেছিল মুখ,
ফুল দিয়েছিল প্রাণটির চেয়ে হয়তবা বেশি সুখ।
অচেতন মনে এই চেতনাকে গোপনে লালন করে,
জীবনের প্রতি বিতৃষ্ণা নিয়ে বাড়ে শিশু ধীরে ধীরে।
শিশু বাড়ে যত,ব্যাথা বাড়ে তত পায় না সে কোন কূল,
নিজেকে সে ভাবে বিধাতার কোন অনাদরে গড়া ফুল...।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




