লাঞ্চনার বিষবাস্পে জর্জরিত,
জনারন্যেও যেন নির্বাসিত,
তবু এভাবেই বেঁচে থাকা,
আর ইচ্ছেগুলোকে স্বপ্নভষ্মে ঢেকে রাখা।
গতানুগতিক হাস্যোজ্জল বদনে পথ চলা,
দীর্ঘশ্বাস নিয়ে নিজেরই সাথে কথা বলা।
তবু এভাবেই বেঁচে থাকা,
যন্ত্রনাগুলোকে অযথাই বুকে পুষে রাখা।
কল্পনার ডানা বিষাদের ভারে ভূ-লুন্ঠিত,
স্বপ্নেরা দুঃস্বপ্নের যাতাকলে নিষ্পেষিত,
তবু এভাবেই বেঁচে থাকা,
কিছু বিষাদময় অতীত স্মৃতিতে মাখা।
স্বপ্নীল ক্ষণগুলো সময় স্রোতে বিস্মৃত,
আকাঙ্খাগুলো ব্যার্থতার সাগরে নিমজ্জিত,
তবু এভাবেই বেঁচে থাকা,
হৃদয় ক্ষরিত রূধিরে অনর্থক স্বপ্ন আঁকা।
অতঃপর নতুন স্বপ্ন সাধনের দৃপ্ত প্রয়াস,
আবারও নিয়তির সেই নির্মম পরিহাস.!
তবু এভাবেই বেঁচে থাকা,
অদৃস্টে 'জীবন যবনিকার' অন্তিম আর্তি রাখা..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




