মহান স্বাধীনতার যুদ্বের সময় যারা পাক হানাদার বাহীনিকে সহযোগিতা করেছিল এবং স্বাধীনতার বিরুদ্বতা করেছিল তারাই রাজাকার । আর পক্ষান্তরে যারা মুক্তিযুদ্ব করেছিল এবং মুক্তিযুদ্বাদের সহযোগিতা করেছিল তারাই মুক্তিযুদ্বা । দেশের সবাই এটাই জানে শুধুমাত্র আওয়ামীলীগ বাদে । তাদের মতে যারা আওয়ামীলীগ করেনা বা আওয়ামীলীগের অপর্কমের বিরোধিতা করে তারাই রাজাকার। যেমন :
১) মহান স্বাধীনতার যুদ্বের সেক্টর কমান্ডার মেজর জলিল ও শহীদ জিয়াকে অনেক আওয়ামীলীগ নেতা রাজাকার বলে ।
২) ছাত্রদল ও ছাত্রশিবিরের (যদিও তারাও সুবিধার না) নেতাদের ছাত্রলীগ রাজাকার বলে, যদিও অধিকাংশ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের মুক্তিযুদ্বাদের সময় জন্মই হয়নি।
৩) এমনকি দাড়ি-টুপিওয়ালা ব্যাক্তিদের ও তারা রাজাকার বলে ।
Click This Link
আমার প্রশ্ন হল আওয়ামীলীগের কতজন কেন্দ্রীয় নেতা (তোফায়েল,জলিল,আমু,সুরন্জিত,শেখ ও প্রমুখ) সক্রিভাবে মুক্তিযুদ্বে অংশ নিয়েছিল ।
আর সাধারন মানুষের মধ্যে কতজন সক্রিভাবে মুক্তিযুদ্বে অংশ নিয়েছিল ।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৯ সকাল ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




