ঘটনাটা খুজতেসিলাম গতকাল থেকে...পাইলাম আজকে....নগদে দিলাম..
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপসচিব হিসাবে মিথ্যা পরিচয় দিয়ে পাঁচটি বিয়ের নামে প্রতারণার অভিযোগে অপরাধী সাব্যস্ত করে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন রাজধানীতে ভ্রাম্যমান একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্তের নাম মোঃ হাফিজুর রহমান জাহিদ (৩৯)। বৃহস্পতিবার র্যাক-২ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।
র্যাবের আনা তাৎক্ষনিক অভিযোগ নিষ্পত্তির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম আনোয়ার পাশার ভ্রাম্যমান আদালত এ আদেশ দেন। সরকারি কর্মকর্তার হিসেবে নিজেকে উপস্থাপন করা ও প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেটের কাছে পশ্চিম রাজাবাজার এলাকা থেকে জাহিদকে গ্রেফতার করার সময় তার কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের স্টিকার লাগানো একটি গাড়িও জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব (পুলিশ শাখা) ডক্টর শরীফুল ইসলাম হিসেবে পরিচয় দিতেন। এই ভুয়া পরিচয়ে বিভিন্ন পত্রিকায় বিয়ের বিজ্ঞাপন দিয়ে তিনি পাঁচটি বিয়ে করেন। এ ছাড়াও প্রায় ১৫ জন নারীর সঙ্গে তাঁর আইন বহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও আদালতের কাছে স্বীকার করেন তিনি।
তার কাছ থেকে জব্দকৃত টয়োটা ব্রান্ডের গাড়িটি একটি রেন্ট-এ-কার থেকে ভাড়া নেয়া হয়েছে। ওই রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের মালিক এ কে মোশতাক আরেফিন জানান, এই লোক প্রায়ই আমাদের গাড়ি ভাড়া নিতেন এবং নিয়মিত ভাড়া পরিশোধ করতেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কয়েকজন নারীও উপস্থিত ছিলেন।
বার্তা২৪ ডটনেট
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১১ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



