ব্লগের কঠিন কঠিন এত কথার ভেতর হয়তো আমার এই সামান্য লিখাটা সবাই এড়িয়ে যাবে..কিন্তু জ্বলতে থাকা নিজের ভেতরের কথা গুলোকে অনেকটা হাল্কা করার আশায়, মাথার ভেতরে বন-বন করে ঘুরতে থাকা ভাবনা গুলোকে একটু বিশ্রাম দিতে আজ লিখতে বসেছি..
বাবা..
ইউনিভার্সিটি থেকে ফিরে আমি আরাম করে শুয়ে গান শুনছি অথবা বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি হয় ফোনে নয় ইন্টারনেটে..
হঠাৎ মনে পড়লো আপনার কথা..
আপনি কি করছেন?? হয়তো হেঁটে-হেঁটে বাজারের ব্যাগ হাতে বাড়ি ফিরছেন,১২টা টাকা পকেটে রাখতে...নয়তো আমার সেমিস্টার ফি যোগাতে কি করা যায় ভাবছেন কিংবা ৫৫ বছর বয়সে রাত করে বাড়ি ফিরছেন,যাতে আমাকে মাসের বাকি খরচের টাকা নিয়ে চিন্তা করতে না হয়..
বাবা,
কখনো সামনা-সামনি বলা হয়নি কত্তোটা ভালোবাসি আপনাকে,এরই সাথে নিজের করা শত অত্যাচারের জন্য সরি ও বলা হয়নি আজও..একটি বারও না....
যোগ্যতার(!) আভাবে সরকারি প্রতিষ্ঠানে পড়তে না পেরে,অনেকটা আপনার উপর জোর করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নামক টাকার কারখানায় নিজেকে তুলে দেয়ার কষ্টটা বুঝতে পারি এখন....কিন্তু বুঝতে পারি না কি করবো...
বাবা,
যখন আপনার দরকার একটু স্বস্তি..আগ্রজ-আনুজদের আবাধ্যতা,পারিবারিক শত ঝামেলার মাঝে যেখানে আমার উচিৎ আপনাকে সাহায্য করা,সেখানে ঢাকায় বসে আমি,চট্টগ্রামে আপনার ঘাম ঝড়া দেখছি,যেনো আপনার দু কাঁধে পা ঝুলিয়ে বসে আছি... দেখছি আপনার চোঁখের টলটলে পানি যা গড়িয়ে পরার আগেই আমি মুখ ঘুরিয়ে নিচ্ছি ...
বাবা..এত অপরাধের জন্য শুধু ইংরেজদের শেখানো "sorry" ই কি যথেষ্ঠ???
বাবা,
আরো অনেক কিছু লিখার ছিলো কিন্তু পারছি না..আপনি আমাকে যেমন ভাবে পেছন দিক থেকে তুলে ধরার চেষ্টা করছেন আমিও যেন সেইভাবে আপনাদেরকে আগলে রাখতে পারি তার জন্য দু-য়া করবেন...
ইমাম
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৫ রাত ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



