- এটা সেই রাস্তা যেখানে আমরা প্রতিদিন হাটতাম।
- মনে আছে তাহলে?
- আমার তো মনে আছে, কিন্তু মনে হচ্ছে তোমাকে মনে করিয়ে দিলাম হঠাৎ!
- থাক। তার উত্তর আর নাই বা দেই। আচ্ছা, তুমি এখনো দুধ চায়ে লেবু মিশিয়ে খাও?
- খাই। আমার আজও ভালো লাগে। কেউ থামায় না তো এখন আর।
- কেন? তোমার সাথে তোমার বউও খায় নাকি?
- টিটকারি করছো?
- কেন টিটকারি করবো? তার জন্যেই তো ছেড়ে গিয়েছিলে।
- আমি ছেড়ে যাই নি। তুমিই ভুল বুঝেছিলে।
- যাকগে তর্ক করতে চাচ্ছি না এখন। অনেক বয়স হয়েছে আমাদের।
- আমি তো তখনো করতে চাইতাম না।
- আমার ছেলের স্কুলের সামনে এসে পড়েছি। তুমি বরং তোমার বউকে নিয়ে এসো একদিন।
- ঠিকানা দাও। তারপর ভেবে দেখি আসবো কিনা!
- সত্যিই আসবে নাকি সাবেক প্রেমিকার সুখের সংসার দেখতে?
- বউ থাকলে সত্যিই আসতাম! আমি বিয়ে করি নি।
জোনাকিকে কোন কথা বলার কোন সুযোগ না দিয়ে হঠাৎ রিকশা থামিয়ে উঠে পড়ে ইমরান। ব্যস্ত রাস্তায় একা দাঁড়িয়ে থাকে জোনাকি। ঠিক যেমনটি সুখের ভান করে একা কাটিয়ে দিয়েছে এতোটি বছর!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



