তুমি অনেক কিছু শিখেছো জীবনে...
তুমি চাকুরিজীবি বাবার সততা দেখেছো, তুমি শিখেছো...
তুমি মাস শেষ টানাটানির সংসার দেখেছো, তুমি শিখেছো...
তুমি টিফিনের টাকার জন্যে রিকশার বদলে হেটে হেটে স্কুলে গেছো, তুমি শিখেছো...
তুমি টিফিনে বার্গার-স্যান্ডুইচের জায়গায় নানরুটি খেয়েছো, তুমি শিখেছো...
তুমি প্রাইভেট টিউটর রাখতে পারোনি বাসায়, সারাদিন খেটে খেটে ব্যাচে পড়েছো, তুমি শিখেছো...
আজ তোমার চাকরি হয়েছে, আজ তুমি তোমার শিক্ষার প্রয়োগ করছো!
কিন্তু ততদিন তুমি কি শিখেছিলে?
তুমি ঘুষ খেতে শিখেছিলে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



