ইনিই সেই ব্যক্তি-

এই পাটকাঠি চেহারার লোকটিকে

এইরকম বানিয়ে দেন -

যে পরে একটি suicide mission এ যায় এবং বরফপানিতে ডুবে যান।
বহু বছর পরে, এই ব্যক্তি ( যে একদম প্রথমে বলা ব্যক্তির সন্তান)

এখানে বন্দি হয়-

মাথা খাটিয়ে এই সুপারহিরো- তে পরিণত হয়-

এদিকে এই লোকটা -

এই খতরনাক সুন্দরীকে-

আগের হিরোর কাছে পাঠান, তাকে নিজের দলে ভর্তির জন্য কারন নিচের এই লোকটি পৃথিবীতে এসে উপস্থিত হয়-

দলে আগে থেকে এই দুইজন ভর্তি ছিল-

এখন এই লোকটিও পৃথিবীতে এসে উপস্থিত হয়, যে হল পৃথিবীতে আসা পূর্বের ব্যক্তির ভাই -

একে পাঠায় আবার এই লোকটি-

এই জিনিষটা হাতানোর জন্য-

সেইজন্য এক লোকটা পুনরায়-

এই হিরোকে বরফপানি থেকে তুলে জাগিয়ে তোলেন -

এবং এই খতরনাক সুন্দরীকে পাঠান সবুজ দানব কে নিজের দলে ভর্তি করার জন্য -

অবশেষে avenger নামের দলটি তৈরি হল , পৃথিবীতে আসা লুটেরার বিরুদ্ধে লড়তে -

দ্বিতীয় ভাগঃ
শুরু হয় এই হিরোকে দিয়ে যে এক পাগলের সাথে লড়াইয়ে জড়িয়ে পরে-

আর এই হিরো যান তাঁর ব্যক্তিগত এডবেঞ্চারে-

আর ইনি জড়িয়ে পড়েন পুরানো অতীতকে শুধরাতে -

তার নতুন বন্ধুকে সাথে নিয়ে -

যখন এদিকে এসব চলছিল, তখন অন্যদিকে এই লোকগুলো নিজেদের দল বানিয়ে এডবেঞ্চারে বেরিয়ে পড়ে

এদিকে এই ব্যক্তির মহৎ উদ্দেশ্য নিয়ে করা কাজটি ভুলের জন্য বিপদ হওয়ে দাড়ায়-

ফলে avenger কে আবার লড়তে হয় এর বিরুদ্ধে -

যারজন্য তাঁরা একে ল্যাবে বানায়, যা পড়ে কাজে লাগে -

দল ভারী করার জন্য এই দুইজনকেও ভর্তি করে-

তৃতীয় ভাগঃ
এই লোকের divide and rule খেলার জন্য

দুই বন্ধুর মধ্যে ঝামেলা লেগে যায় - " আজ দুজনার দুটি পথ, দুটি দিকে গেছে বেঁকে "

এরমাঝে এই হিরোও ঢুকে পড়ে -

সাথে আবার এই লোকের স্নেহধন্য বাচ্চাপোলাটাও এন্ট্রি নেয় -

মাকড়সা মানব নাম নিয়ে-

এদিকে কাপ্তেনের দলে ভর্তি হয় ইনি পিঁপড়া মানব

লাগে গৃহ যুদ্ধ -

গুরু- চ্যালা নাকি বাবা- ছেলে সম্পর্ক সেটা বোঝার আগে -

এই হিরোর নিজের রাজ্যের রাজা হওয়ে ওঠার কাহিনি

যখন এসব চলছিল তখন এই হিরো -

সবুজ দানবকে অন্য গ্রহ থেকে ছাড়িয়ে আনে

এই হিরো তাকে তার মৃত বাবার সাথে মুলাকাত করায়

তাকে সাহায্য করে সবুজ দানব কে নিয়ে তার রাজ্যকে বাঁচাবার জন্য -

নিজের বোনের হাত থেকে নিজের রাজ্যকে বাঁচাতে -

নিজের রাজ্যবাসী কে বাঁচিয়ে পৃথিবীতে ফেরত আসার সময়, এই শয়তানের ঘাড়ে গিয়ে পড়ে যে নিজের প্লান সাকসেস করার জন্য পৃথিবীতে এসে উপস্থিত হয়

যার বিরুদ্ধে দুই বন্ধু শত্রুতা ভুলে এক হয় এবং অন্যান্য হিরোদের একছাতার তোলে নিয়ে আসে, শুরু হয় অসীম যুদ্ধ -

তথ্যসূত্রঃ ইন্টারনেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


