somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সূচিত্রা সেনের স্মৃতিবিজড়িত বাড়ি দখলমুক্ত করার দাবি

০৬ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপমহাদেশের বাংলা ছায়াছবির জীবন্ত কিংবদন্তী সুচিত্রা সেনের পাবনার পৈতৃক ভিটা জামায়াতের দখল থেকে মুক্ত করে ‘সুচিত্রা সংগ্রহশালা’ করার দাবি এখন পাবনাবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এজন্য পাবনার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ এরই মধ্যে সভা-সমাবেশসহ আন্দোলনও করেছেন।

শুধু তাই নয়, পাবনাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে বাড়িটির একসনা লিজ বাতিল করে অবমুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন পাবনার আলোচিত সাবেক জেলা প্রশাসক ড. এএফএম মনজুর কাদিরও। কিন্তু দখলকারীরা হাইকোর্টে আপিল করলে লিজ বাতিলের আদেশের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। ফলে বাড়িটি এখন পর্যন্ত দখলমুক্ত হয়নি।

পাবনা শহরের পৌর এলাকার গোপালপুর মহল্লার হেমসাগর লেনে জন্ম নেন সূচিত্রা সেন। ওই বাড়িতে বাবা-মা, এক ভাই ও তিন বোনের সঙ্গে শৈশব-কৈশর কাটান সিনেমায় সুচিত্রা সেন হয়ে ওঠা রমা নামের মেয়েটি। ১৯৫১ সালের মাঝামঝি সময়ে পূর্ব পাকিস্তানের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে সুচিত্রা সেনের বাবা পাবনা পৌরসভার তৎকালীন স্যানিটারি ইন্সপেক্টর শ্রী করুণাময় দাশগুপ্ত সপরিবারে কলকাতা চলে যান। তার আগেই পাবনা বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ার সময় ১৯৪৬ সালের ১৫ আগস্ট সুচিত্রাকে কলকাতা পাঠানো হয়।

এরপর সুচিত্রা সেনের পৈতৃক ভিটা গোপালপুর মৌজার এসএ ৯৯ খতিয়ানভূক্ত ৫৮৭ এসএ দাগের ০.২১২৫ একর বাড়িটি জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাদের আবাসনের জন্য রিক্যুইজিশন করা হয়। সেই থেকে বাড়িটিতে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা বসবাস করতে থাকেন এবং সর্বশেষ একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ছিলেন ওই বাড়িতে। ১৯৮৭ সালে এরশাদ সরকারের সময়ে তৎকালনী জেলা প্রশাসক মো. সাইদুর রহমানের সহযোগিতায় জামায়াত নেতা মাওলানা আব্দুস সোবাহানসহ অন্যরা সুকৌশলে বাড়িটি অর্পিত সম্পত্তি দেখিয়ে একসনা লিজ নিয়ে ‘ইমাম গায্যালী ইনস্টিটিউট’ নামের একটি কিন্ডারগার্টেন স্কুল গড়ে তোলেন।

এরশাদ সরকারের পতনের পর স্থানীয় প্রগতিশীল ব্যক্তিরা সূচিত্রার পৈতৃক ভিটাটি জামায়াতের দখলমুক্ত করে ‘সূচিত্রা সেন সংগ্রহশালা’ করার দাবি তুললেও রাজনৈতিক কারণে বাড়িটি আজও দখলমুক্ত হয়নি। বরং বিগত চারদলীয় জোট সরকারের সময়ে ‘ইমাম গায্যালী ইনস্টিটিউট ট্রাস্ট’-এর নীতিনির্ধারক জামায়াতের কতিপয় নেতা বাড়িটির মূল স্থাপত্যশৈলী পরিবর্তন করে এর বেশির ভাগ ছাদ ভেঙে ঢেউটিনের চালা দিয়ে তাদের প্রয়োজনমতো ঘর তৈরি করেন।

মহাজোট সরকার মতায় আসার সঙ্গে সঙ্গে স্থানীয় এবং জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতারা সুচিত্রা সেনের পৈতৃক ভিটা স্বাধীনতাবিরোধীদের কবল থেকে উদ্ধারের দাবি জানান। তবে সেখানেই ঝুলে রয়েছে বিষয়টি।

আন্দোলন-সংগ্রামের এক পর্যায়ে ‘সুচিত্রা সেন স্মৃতি সংরণ পরিষদ’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে গণস্বার সংগ্রহ করে জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানানো হয় বাড়িটি দখলমুক্তির জন্য।

দাবির পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২২ জুন পাবনার অতিরিক্ত জেলা প্রাশসক (রাজস্ব) লিজ বাতিল করে দখলকারীদের ওই বছর ৮ জুলাইয়ের মধ্যে বাড়িটির দখল ছেড়ে দেওয়ার নোটিশ দেন। নোটিশ পাওয়ার পর জামায়াত নেতারা বাড়িটি ছাড়তে অস্বীকৃতি জানান এবং তারা লিজ বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানালে হাইকোর্ট লিজ বাতিলের ওপর স্থগিতাদেশ দেন। প্রায় এক বছর যাবত স্থগিতাদেশ বহাল রয়েছে।

এ প্রসঙ্গে পাবনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্য সংগঠন ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক গোপাল স্যানাল বাংলানিউজকে বলেন, ‘সূচিত্রা সেনের স্মৃতিবিজড়িত বাড়িটি স্বাধীনতাবিরোধীরা শিক্ষা প্রতিষ্ঠানের নামে দখল করে বাঙালি সংস্কৃতি ধ্বংস করার নীলনকশা করছে, আমরা বাড়িটি দখলমুক্তির দাবি জানাচ্ছি।’

পাবনা জেলা ওর্য়াকার্স পার্টি নেতা কমরেড জাকির হোসেন বাংলানিউজকে বলেন, ‘জামায়াতের লোকজন সুচিত্রা সেনের পৈত্রিক ভিটা যে শিক্ষা প্রতিষ্ঠানের নামে দখল করেছে সেই প্রতিষ্ঠানের নামে অন্যখানেও সরকারি জায়গা দখল করে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।’

শিক্ষা প্রতিষ্ঠানটি অন্যখানে দখল করা জায়গায় স্থানান্তর ও সূচিত্রা সেনের স্মৃতিবিজড়িত বাড়ি দখলমুক্ত করার দাবি জানান তিনি।

‘সুচিত্রা সেন স্মৃতি সংরণ পরিষদ’-এর আহবায়ক এম সাইদুল হক চুন্ন বলেন, ‘সূচিত্রা সেনের জন্ম পাবনায় হওয়ায় আমরা গর্বিত। সরকার তার স্মৃতি রার্থে অবিলম্বে ওই বাড়িটি দখলমুক্ত করে সেখানে সাংস্কৃতিক কার্যক্রম ও শিশু-কিশোরদের শিক্ষামূলক প্রতিষ্ঠান গড়ে তুলবে- এটাই আমাদের প্রত্যাশা।’

এ প্রসঙ্গে জানতে চাইলে ইমাম গায্যালী ট্রাস্টের সেক্রেটারি আবিদ হাসান দুলাল বাংলানিউজকে জানান, ‘আমরা তো বাড়িটি অবৈধভাবে দখল করিনি। সরকারি নিয়ম-নীতির মধ্যে একসনা লিজ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করছি।’

তিনি বলেন, ‘সরকার যদি মনে করে ইমাম গাযযালী ইনস্টিটিউটকে একটি ভালো জায়গায় স্থানান্তর করে সুচিত্রার বাড়িটি তার স্মৃতি রার্থে কিছু করবে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই।’




খবর
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৪১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৌলবাদ: ইতিহাসের সবচেয়ে ব্যর্থ প্রযুক্তি

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১২ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫১




মজার বিষয়—

আজকের মৌলবাদীরা রোকেয়া বেগমকে মুরতাদ ঘোষণা করে বুক ফুলিয়ে হাঁটে, অথচ নিজেদের অস্তিত্ব টিকেই আছে যাদের ঘৃণা করে— সেই “কাফেরদের” বিজ্ঞান আর প্রযুক্তিতে। ইতিহাস পড়লে এদের বুকফুলা হাওয়া বের... ...বাকিটুকু পড়ুন

জাতী এখন পুরোপুরিভাবে নেতৃত্বহীন ও বিশৃংখল।

লিখেছেন জেন একাত্তর, ১২ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৩



শেরে বাংলার নিজস্ব দল ছিলো, কৃষক প্রজা পার্টি; তিনি সেই দলের নেতা ছিলেন। একই সময়ে, তিনি পুরো বাংগালী জাতির নেতা ছিলেন, সব দলের মানুষ উনাকে সন্মান করতেন। মওলানাও জাতীয়... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট

লিখেছেন আরোগ্য, ১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৬



ওসমান হাদী অন্যতম জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, স্পষ্টবাদী কণ্ঠ, প্রতিবাদী চেতনা লালনকারী, ঢাকা ৮ নং আসনের নির্বাচন প্রার্থী আজ জুমুআর নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর গুলিবিদ্ধ হয়েছে... ...বাকিটুকু পড়ুন

হাদিকে গুলি করলো কে?

লিখেছেন নতুন নকিব, ১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৬

হাদিকে গুলি করলো কে?

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী রাজপথের অকুতোভয় লড়াকু সৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

মানুষের জীবনের চেয়ে তরকারিতে আলুর সংখ্যা গণনা বেশি জরুরি !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১৭


বিজিবির সাবেক মহাপরিচালক জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশবাসী একটা নতুন শব্দ শিখেছে: রুট ভেজিটেবল ডিপ্লোম্যাসি। জুলাই আন্দোলনের পর যখন সবাই ভাবছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন... ...বাকিটুকু পড়ুন

×