somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দোহা/কাতারের আউলা ঘুরাঘুরিঃ দিন পর্ব

০৯ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বার্লিনে যাবার পথে কাতারে আমাদের ট্রানজিট ছিলো, কিন্তু ভিসা দেবে কিনা সেটা নিশ্চিত ছিলো না। কিন্তু কোনো সমস্যাই হয় নাই, আধঘন্টার মাঝে ভিসা দিয়ে দিলো কোনোরকম ঝামেলা বা প্রশ্ন ছাড়াই। অবশ্য আমরা থাকতে পারবো সর্বোচ্চ্য একদিন, পরদিন বার্লিনের দিকে উড়তে হবে।

কাতার এয়ারলাইন্সের ক্রু’দের মাঝে ভারতীয়দের প্রাধান্য দেখেই একটা আন্দাজ দানা বাঁধছিলো, দোহা এয়ারপোর্টএ নেমে ধারণাটা পাকাপোক্ত হলো, কাতার আসলে ভারতীয়দের একটা শস্যভূমিই বটে। এমনকি নানান জায়গায় ভারতীয়রা এত বেশী যে , ধুমধাম হিন্দিও চলে। এয়ারপোর্টে এরকম একজন আমাকে ভারতীয় ভেবে সুখদুঃখের আলাপ করতে এসেছিলো, বাংলাদেশী শুনে মুমিন নামে একজনকে দেখিয়ে দিলো। মুমিন ভাইয়ের সাথে বেঞ্চিতে বসে নানা আলাপ জুড়লাম। মুন্সিগঞ্জের মানুষ, কাতারে এসেছেন মাত্র মাস ছয়েক। এয়ারপোর্ট এ ইলেকট্রিক্যাল মেইনটেনান্স এর কাজ করেন। কাতারের লোকজন ভালোই লাগছে বললেন। শুনেছিলাম মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতার , বাহরাইন এই দেশগুলো অনেক প্রাগম্যাটিক আর উদার। ধারণাটা কিছুটা পানি পেলো।


কলিগদের একজনের শ্বশুর কাতারে থাকেন, কাতার ন্যাশনাল ব্যাংকের পদস্থ কর্মকর্তা। ভাবীও এ যাত্রা আমাদের সাথে আছেন। তাই দোহায় যাত্রাবিরতি। যোগাযোগ করে রাখা হোটেলে দুপুরের খাবারটা খেয়ে আর একটু গড়িয়ে নিতেই আংকেল (কলিগের শ্বশুর ) চলে এলেন, সাথে দুটো গাড়ির ব্যাবস্থা। এই শুনলাম যে কাতারে পানির লিটার পড়ে দুই কাতারি রিয়ালের ও বেশী (বিয়াল্লিশ টাকা), পেট্রোল ০.৮৫ রিয়াল (ষোল টাকা) আর অকটেন ০.৯০ রিয়াল (আঠারো টাকা)। রাউজানের একজন শুনেছিলাম পানি দিয়ে গাড়ি চালানোর বন্দোবস্ত করেছিলেন, এই দেশে হলে নির্ঘাত কারাবাস ছিলো কপালে – মূল্যবান সম্পদ পানির অপব্যাবহারের অপরাধে!!

কাতারের বিচিত্র সব আর্কিটেকচারের বিল্ডিং দেখতে দেখতে পারস্য উপসাগরের তীরে গেলাম। গাড়ি থেকে নামার পরপরই আবার দৌড়ে গাড়িতে উঠে যাবার ইচ্ছা হলো, এত্তো গরম! চাইরটা এমেরিকান দেখি হাফ-নেংটো হয়ে লাফঝাঁপ দিচ্ছে, আমাদের হাই টাই দিলো। পরে গাড়ি দেখে বুঝেছিলাম এরা এমেরিকান ফোর্স এর লোক, কাতারে বিশাল এক বিমানঘাঁটি আছে এমেরিকানদের। ইরাকযুদ্ধের বিশাল অংশ নাকি এখান থেকেই নিয়ন্ত্রিত হত। কাতারের সরকারের মর্জি বেশ মজার। কারণ এরাই আবার আল-জাজিরা নেটওয়ার্ক বানিয়েছে, যেটা প্রায় স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে, বিবিসির মত কাঠামো অনেকটা।

দোহায় শুক্র-শনি হচ্ছে ফ্যামিলি ডে, মানে হলো কিছু এলাকা,অবকাশ কেন্দ্র বা মার্কেটে ঢুকতে হলে এইদিনগুলাতে বাচ্চা-কাচ্চা বা মহিলা কেউ সঙ্গে থাকা লাগবে। আমাদের সংগে ভাবী আছেন, সুতরাং নো চিন্তা ডু ঘোরাঘুরি। মধ্যপ্রাচ্যের অন্য দেশের মত নয়, রাস্তায় প্রচুর মহিলা দেখলাম গাড়ি চালাচ্ছেন। সরকারি অফিস,ব্যাংক, হোটেলগুলোতেও প্রচুর কাতারি, সুদানী-কাতারি মহিলা কর্মী দেখেছিলাম। কার্নেগী-মেলন,কর্ণেল ইউনি’র মত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরা কাতারে নিয়ে এসেছে। ওইখানকার আইনবিভাগের প্রধান ও দেখি এক মহিলা, ডঃ নুরি আল মাহমুদ এইরকম নাম মনে হয়। ওনারে দেখে আমার সাধ জাগল ওই ইউনিতে আবার আইনে ভর্তি হয়ে যাবার জন্য! :)
আহা!

কাতারে গাড়িতে ঘুরছিলাম আর রাস্তায় সবার তীক্ষ নজর, যদি আদ্দেকটা হলেও মানুষ দেখা যায়! যক্ষপুরীর মত লাগছিলো, সো সা গাড়ি চলে কিন্তু রাস্তায় একটা মানুষ ও নাই। আমাদের হোস্টদের একজন, মুসা ভাই ধারণা দিলেন। সাধারণত এখানে সামাজিক জীবন শুরুই হয় সন্ধ্যার পরে। ঘোরাফেরা , আড্ডা, বিনোদন,কেনাকাটা চলে প্রায় রাত একটা-দুটো পর্যন্ত। আমরা গিয়েছিলাম রোজার মাসে, এই পুরো মাসটাই এদের উৎসব। গভীর রাত পর্যন্ত প্রায় সবই খোলা। তাই এশিয়ান গেমস স্টেডিয়াম পার হবার পর একটা সাইকেল দেখে (!) সবার সেকি চিৎকার। ছবি তোলার জন্য তাড়াহুড়া শুরু হয়ে গেলো!!

দোহায় একটা মার্কেট প্লাস কমন সেন্টার বানিয়েছে , নাম দিয়েছে ভেনিস ইন কাতার। গেলাম। কনসেপ্ট হিসাবে নতুন, ভালোই। ইনডোর একটা জায়গায় ইউরোপিয়ান আদলে দোকানপাট , রেস্টুরেন্ট। চমৎকার জায়গা সময় কাটানোর জন্য, কিন্তু পরে ইঊরোপে গিয়ে বুঝেছিলাম মিনিয়েচার হিসাবে ওটা ছিলো একটা ব্যার্থ প্রচেষ্টা।

আল-জাজিরা নেটওয়ার্কের অফিস পার হয়ে একটা মজার জিনিষ দেখলাম, কাতারিরা বড় কিছু একটা বানাতে হবে এই চিন্তা করে নাকি বিশাল একটা ট্রলি বানিয়েছে , আর নাম ফাটাচ্ছে ‘ওয়ার্লল্ড বিগেস্ট ট্রলি’ হিসাবে!! ওটা দেখে আর আইডিয়াটা চিন্তা করে আমাদের হা হা হো হো হাসি আর থামেই না!

অবশেষে বিকালের মরা রোদে তাপ কিছুটা কমে এলে, পারস্য উপসাগরের পাড়ে বসে হাওয়া খেতে খেতে আমাদের দোহার দিন শেষ হলো। রাতের কথা পরে, এম্নিতেই বেশ বড় হয়ে গেছে।

কিছু ছবি দিলাম,কিছু আপলোড করা যাচ্ছে না সাইজ বড় হবার কারণে; কিন্তু আফসোস আপাতত ‘ওয়ার্লল্ড বিগেস্ট ট্রলি’ এর বিখ্যাত ছবিটাই দিতে পারলাম না। হা হা হা...



মিশ্রিত আর্কিটেকচার।










চোঙা বিল্ডিং।









নাচুনে বিল্ডিং।





আল জাজিরা।



আমাদের বাত্তি জ্বালানোর বিদ্যুৎ নাই, আর এদের ল্যাম্পপোস্ট দেখেন! দাঁত কিড়মিড় করে।


এশিয়ান গেমসের মশাল এই টাওয়ারে জ্বালানো হয়েছিলো।



রাত ঘনালো।

১৬টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাম গাছ (জামুন কা পেড়)

লিখেছেন সায়েমুজজ্জামান, ০৭ ই মে, ২০২৪ সকাল ৯:০৩

মূল: কৃষণ চন্দর
অনুবাদ: কাজী সায়েমুজ্জামান

গত রাতে ভয়াবহ ঝড় হয়েছে। সেই ঝড়ে সচিবালয়ের লনে একটি জাম গাছ পড়ে গেছে। সকালে মালী দেখলো এক লোক গাছের নিচে চাপা পড়ে আছে।

... ...বাকিটুকু পড়ুন

অনির্বাণ শিখা

লিখেছেন নীলসাধু, ০৭ ই মে, ২০২৪ দুপুর ১:৩১



রাত ন’টার মত বাজে। আমি কি যেন লিখছি হঠাৎ আমার মেজো মেয়ে ছুটতে ছুটতে এসে বলল, বাবা একজন খুব বিখ্যাত মানুষ তোমাকে টেলিফোন করেছেন।

আমি দেখলাম আমার মেয়ের মুখ উত্তেজনায়... ...বাকিটুকু পড়ুন

=ইয়াম্মি খুব টেস্ট=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই মে, ২০২৪ বিকাল ৪:১৪



©কাজী ফাতেমা ছবি
সবুজ আমের কুচি কুচি
কাঁচা লংকা সাথে
ঝালে ঝুলে, সাথে চিনি
কচলে নরম হাতে....

মিষ্টি ঝালের সংমিশ্রনে
ভর্তা কি কয় তারে!
খেলে পরে একবার, খেতে
ইচ্ছে বারে বারে।

ভর্তার আস্বাদ লাগলো জিভে
ইয়াম্মি খুব টেস্ট
গ্রীষ্মের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন দুটি গল্প

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৭ ই মে, ২০২৪ বিকাল ৫:৫৫

গল্প ১।
এখন আর দুপুরে দামী হোটেলে খাই না, দাম এবং খাদ্যমানের জন্য। মোটামুটি এক/দেড়শ টাকা প্লাস বয়দের কিছু টিপস (এটা আমার জন্য ফিক্সড হয়েছে ১০টাকা, ঈদ চাদে বেশি হয়,... ...বাকিটুকু পড়ুন

এশিয়ান র‍্যাংকিং এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান !!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই মে, ২০২৪ রাত ৮:২০

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী 'টাইমস হায়ার এডুকেশন' ২০২৪ সালে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এশিয়ার সেরা ৩০০ তালিকায় নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয়।তালিকায় ভারতের ৪০, পাকিস্তানের ১২টি, মালয়েশিয়ার ১১টি বিশ্ববিদ্যালয়... ...বাকিটুকু পড়ুন

×