বড় বাচা বাইচা গেছি মনে হয় । একটা হরর উপন্যাস পড়তেছিলাম । এমন সময় পায়ের হালকা শিরশির তারপর শরীরের উপর দিকে উঠে যাচ্ছিল । আমি তো ভয়ে খাট থেকে লাফ দিলাম । সারা ঘর দৌড়ানো শুরু করলাম ।
ভাবী কয় কি হইছে , আমি কই প্রেতাত্মা আইছে ।
দৌড়াদৌড়ি লাফালাফির পর টিকটিকিটা পড়ল লুঙ্গির ভেতর থেইকা ।
বড় রকমের ভয় পাইছি । আমি ভাবছি আমি শেষ । প্রেতাত্মা আমারে মাইরা ফেলবে ! গল্পে যেই না কফিনের ডালা খুলছিল ঠিক সে সময় টিকটিকি আমারে আক্রমন করছিল , কি সুন্দর টাইমিং !!
সামান্য একতা টিকটিকির ভয়ে এত ভীত দেইখা ভাবি তো হাসতে হাসতে মূর্ছা যাইবো অবস্থা । কারে কারে যেন ফোন কইরা শুনাইতেছে । আমার সর্বনাশ হয়া যাইবে !!
আমার গার্লফ্রেন্ড শুনলে কি কইবো কে জানে ? গার্লফ্রেন্ড এর গার্লফ্রেন্ড গো কাছে মুখ দেখাইমু কেমনে ???
ভাবিরে কইলাম , টিকটিকি হইলো সরাসরি ডাইনসরের বামন মানে ছোট জাত । ভয় পাবার দরকার আছে ।
আমি আর লুঙ্গি পরতাম না , আমার ট্রাউজারই ভালা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






