অবশেষে শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমি সামু অফিসে সেরা ব্লগার হওয়ার জন্য মনোনয়ন পত্র দিয়া আসছি । বাসার থেকে রওনা হয়ে ফিউশন ফাই সহ আমাদের কয়েকজন ব্লগারদের ফোন দিয়া কইলাম সামু অফিসে চইল্লা আয় , অরিল দাদা মিষ্টি খাওয়াইবো । ওখানে যায়া দেখি ব্লগার কেউ নাই !
কতক্ষন পর জানা অরিল আসল । এদিকে অন্যন্য ব্লগারদের কোন খোজ নাই । আমি আর আর কি করমু নিজে নিজেই মনোনয়ন পত্র জমা দিয়া আইলাম । আপনারা যারা জানেন না তাদের বলছি এবারে , প্রধান নির্বাচন কমিশনার ব্লগার "জানা" এবং সহকারী নির্বাচনী কমিশনার ব্লগার "আরিল" ।
সহকারী কমিশনার আমার মনোনয়ন পত্র দেখতেছে ।
সেরা ব্লগার নির্বাচনে জামানত হিসেবে একটা ৮ জিবি পেনড্রাইভ , একটা মাউস আর কিবোর্ড জমা দিয়া আসছি ।
সবাইর কাছে আমি আন্তরিক ভাবে দোয়াপ্রাত্থী ।
এটা নির্বাচন কমিশনারদের প্রাইভেট রিক্সা । এটা করে তারা অফিসে আসেন ।
মনোয়ন পত্র জমা দেওয়া এবং ভোট বিষয়ক বিভিন্ন নোটিশ এখানে রাখা হয়।
অফিস থেইক্কা বাইরাই দেখি যাদের দাওয়াত দিছি তারা এত দেরিতে দল বেধে আসতাছে । ভাবছিলাম খরচডা সামুর অফিসের উপর দিয়া চালায়া দিমু কিন্তু এখন আমারেই খাওয়াইতে হইছে ।
সবার কাছে আমি দোয়া প্রার্থী । সেরা ব্লগার হলে আপনাদের সবাইরে দুই কেজি চানাচুর খাওয়ামু ।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






