প্রায় দুপুর হয়ে গেছে , তারপরও শীতের কিছু কমতি দেখতাছিনা । ল্যাপিটারে কম্বলের ভিত্রে ডুকাইছি কিন্তু ল্যাপিও ঠান্ডা । ল্যাপ্পি , কম্বল , কাথা গায়ে দিয়া ভেজালে পড়ছি । এক সময় একটা দিক দিয়া পা বের হয়ে যায় । ম্যানেজমেন্টের সমস্যা ।
ল্যাপ্পি চালাতে বারবার মাথা ঠান্ডায় বাহির করতে হয় , ল্যাপ্পির দিক থিকা হুহু করে বাতাস ঢুকে । শেষ পর্যন্ত আমি আবিষ্কার কর্লাম যে কান টারে গরম রাখলেই শরীরে ঠান্ডা কম লাগে । যে ভাবনা সেই কাজ । জি এফ এর চাদরটা কানে , মুখে বেঁধে নিলাম । এখন একটু ঠান্ডা কম লাগতেছে ।
ওই দিন অনেক বুঝানি শুনানির পরে শীতার্ত আমারে তার একটা চাদর দিছিল সে । বড় সওয়াবের কাজ হাসিল করছিল ও ।
আম্মা জিগাইছিল কার চাদর ? আমি কইছি বন্ধুর ।
যাক এখন শীত একটু কম লাগতাছে । ওর কাপড়টা অনেক তুলতুলে আছে ।
আপনাগো কি অবস্থা ? শীত কেমুন লাগতাছে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






