( সাবধান বার্তা , ফেসবুক বার বার বিভিন্ন দেশের আইপি দিয়া লগিন করলে একাউন্ট সাময়িক ব্লক করে দিতে পারে কিংবা আরো ঝামেলা পাকাইতে পারে । )
ফেসবুকের এ লিংকগুলোতে চেষ্টা করেছি । কোনটাই পক্সি ছাড়া ঢুকতে পারিনি । সম্ভবত সরকার ফেসবুক ব্লক করার নির্দেশ দিছে আর বিটিসিএল এই আকাম করছে । ব্রাউজার হিসেবে ফায়ারফক্স আর ক্রোম ব্যবহার করেছি ।
১। https://facebook.com
২। http://facebook.com
৩।https://m.facebook.com
৪।http://m.facebook.com
৫।https://www.m.facebook.com
৬।http://apps.facebook.com
৭।http://www.facebook.com/amiochena.pothik.3
৮।http://www.facebook.com/public/Ekala-Pothik
ফেসবুক গুগোল এগুলোর প্রচুর সার্ভার আছে তাই তারা হিউজ ট্রাফিক নিতে পারে । তাই আমি মনে করি সরকারই বন্ধ করেছে । তবে রায় ঘোষনা করার পর যাতে হঠাত করে সংঘবদ্ধ হয়ে কোন সহিংসতা না ঘটে তারজন্য ফেসবুক বন্ধকে ভালো না খারাপ বলব বুঝতে পারছিনা ।
তবে এটা যদি আইন শৃঙ্খলা বজায় রাখার সার্থে সাময়িক ভাবে বন্ধ করা হয় তাহলে সমস্যা নাই । বাট লং টাইম করলে মেজাজ বিলা হইয়া যাইবো ।
এই খুশির দিনে আমরা চিল্লাইতে চাই , সারা বিশ্বকে জানাতে চাই দেখাতে চাই, পাকিস্তানকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই আমাদের আবেগ । তারা ভুল , তারা দেখুক তারা মিথ্যুক জাতি, তাদের সহযোগীরা ভুল , এ দেশ আমাদের । প্রধানমন্ত্রী আপনি দয়া করে ব্লক করা এ দুটা সাইট যত দ্রুত সম্ভব খুলে দিতে নির্দেশ দিন ।
সবাই সতর্ক থাকুন, আশে পাশে শিবির ক্যাডারদের কোন পদক্ষেপ দেখলেই প্রতিহত করুন পুলিশকে খবর দিন ।
গেলাম আমি মিছিলে । আহা কি আনন্দ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






